শালবনিতে বিদ্যুৎ কেন্দ্র গড়বে জিন্দলরা! বাণিজ্য সম্মেলনের আগেই বরাত দিয়েছিল রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার (West Bengal) বুকে শিল্প আনতে মরিয়া মুখ্যমন্ত্রী। তার জন্য জিন্দলদের সাথে চুক্তিও সম্পন্ন হয়েছে। জানা যাচ্ছে প্রায় মাসখানেক আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পশ্চিম মেদিনীপুরের শালবনিতে জিন্দলরা বিদ্যুৎ উৎপাদন সংস্থা গড়তে চলেছে। তখনই রাজ্য সরকারের তরফ থেকে মোট ১৬ হাজার কোটি টাকার এই প্রকল্পে সিলমোহর দেওয়া হয়েছিল। মিডিয়া রিপোর্ট অনুসারে, নবান্নের একটি সূত্র মারফত এই তথ্য জানা যাচ্ছে।

বাণিজ্য সম্মেলনের আগেই জিন্দলদের বরাত দিয়েছিল রাজ্য (West Bengal)

জানা গিয়েছে, শালবনিতে পিপিপি মডেলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তোলার জন্য গত বছরের নভেম্বর মাসে রাজ্যের (West Bengal) বিদ্যুৎ দফতরের পক্ষ থেকে টেন্ডার ডাকা হয়েছিল। সেখানে মোট তিনটি সংস্থা অংশ নিয়েছিল। সেগুলি হল – জেএসডব্লিউ গোষ্ঠী, আদানি পাওয়ার এবং টরেন্ট পাওয়ার।এদের মধ্যে সবথেকে কম দামে দরপত্র দিয়েছিলেন সজ্জন জিন্দলের সংস্থা। এই কারণেই তাদের এই প্রকল্পের বরাত দেওয়া হয়।

প্রসঙ্গত, শালবনিতে জেএসডব্লিউ গোষ্ঠী আগেও ইস্পাত প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছিল। সেসময় ওই প্রকল্প প্রস্তাবিত করার জন্য জেএসডব্লিউ গোষ্ঠীর হাতে প্রায় ৪ হাজার একর জমি তুলে দিয়েছিল রাজ্য (West Bengal) সরকার। পরবর্তীতে ওই প্রকল্প বাস্তবায়নের জন্য আরও ৫০০ একর জমি অধিগ্রহণ করা হয়।

জিন্দলরা ওই প্রকল্প বাস্তবায়িত করেনি। তাই সবটাই বৃথা যায়। সেসময় ওই বিপুল জমির কিছুটা অংশ ব্যবহার করে একটি সিমেন্ট কারখানা তৈরি করেছিলেন তারা। পরবর্তীতে জিন্দলের সংস্থা জানায়, তারা ওই অব্যবহৃত জমি তারা রাজ্যকে (West Bengal) ফিরিয়ে দিতে প্রস্তুত। জানা যাচ্ছে বর্তমানে ওই প্রকল্প এলাকায় অর্ধেকেরও বেশি জমি খালি পড়ে রয়েছে।

আরও পড়ুন: নিয়োগ মামলায় জামিন চাইলেন ‘কালীঘাটের কাকু’, স্বাস্থ্যের রিপোর্ট চাইল হাই কোর্ট

রাজ্য সরকার ওই ফাঁকা জমি ব্যবহার করেই পিপিপি মডেলে একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চায়। তার জেরেই টেন্ডার ডাকা হয়। প্রস্তাবিত তাপবিদ্যুৎ প্রকল্পের জন্য যাতে কয়লার জোগান পেতে সমস্যা না হয়, তার জন্য কোল ইন্ডিয়ার সঙ্গে কোল লিঙ্কেজও করিয়েছে রাজ্য সরকার। এই প্রকল্পের চুক্তি অনুসারে- শালবনির কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার পর ২০৩০ সাল থেকে উৎপাদিত বিদ্যুতের সবটাই কিনে নেবে রাজ্য সরকার। তাতে ইউনিট পিছু বিদ্যুতের জন্য রাজ্যের খরচ হবে ৫ টাকা ৪৫ পয়সা।

CM 1

বর্তমানে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা প্রায় ৪ টাকা ৫০ পয়সা প্রতি ইউনিট দরে বিদ্যুৎ কেনে। তাই প্রশ্ন উঠছে তাহলে শালবনিতে নতুন বিদ্যুৎ উৎপাদন  কেন্দ্র থেকে বেশি দামে বিদ্যুৎ কিনে রাজ্যের কী লাভ হবে? এপ্রসঙ্গে সংশ্লিষ্ট মহলের দাবি, শালবনির নতুন কেন্দ্র থেকে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত হলে রাজ্যে বিদ্যুতের চাহিদা ও জোগানের ফারাক-ও অনেকটাই কমিয়ে আনা যাবে। এরফলে রাজ্যেও আর্থিক দিক দিয়ে লাভবান হবে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর