৭ ফেব্রুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের জন্য নয়া নিয়ম, কি বলা হচ্ছে? জারি নির্দেশিকা

বাংলা হান্ট ডেস্কঃ তথ্য সংরক্ষণের নতুন নিয়ম আসতে চলেছে। এতদিন পর্যন্ত বাংলার রাজ্য সরকারি কর্মীদের (West Bengal State Government Employees) স্বাস্থ্য প্রকল্পের পোর্টালের যাবতীয় তথ্য দিল্লির জাতীয় ডেটা সেন্টারে সংরক্ষণ করা হতো। তবে এবার নিয়ম বদল করা হচ্ছে। এবার থেকে রাজ্যের নিজস্ব ডেটা সেন্টারেই স্বাস্থ্য প্রকল্পের পোর্টালের যাবতীয় তথ্য বা ডেটা সংরক্ষণ করা হবে বলে জানা যাচ্ছে সরকার তরফে (West Bengal Government)।

রাজ্য সরকারের বেশ কিছু সামাজিক প্রকল্প পুরোপুরি রাজ্য সরকারের টাকাতেই চলে। তালিকায় কৃষকবন্ধু, বাংলার আবাস যোজনা, কন্যাশ্রী ইত্যাদি। একই সাথে
রাজ্য সরকারি কর্মীদের স্বাস্থ্য প্রকল্পের যাবতীয় খরচও রাজ্য নিজেই দেয়। সরকারি একটি সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী দিনে যে সমস্ত প্রকল্প রাজ্য সরকারের নিজস্ব খরচে চালাবে সেগুলির তথ্য রাজ্য নিজের কাছেই রাখবে।

রাজ্য সরকারের নিজস্ব ‘ওয়েষ্ট বেঙ্গল স্টেট ডেটা সেন্টার’এ এবার থেকে সমস্ত তথ্য সংরক্ষিত থাকবে। জানা যাচ্ছে কেন্দ্র থেকে রাজ্যের কাছে তথ্য স্থানান্তর করা হলেও আগের সমস্ত তথ্যের ‘ব্যাক আপ’ রাখতে হবে জাতীয় ডেটা সেন্টারে। ইতিমধ্যেই এই সংক্রান্ত কিছু গাইডলাইন সামনে এসেছে।

জানিয়ে রাখি, তথ্য স্থানান্তরের কাজের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি সকাল ১০টা বেলা ১২টা পর্যন্ত স্বাস্থ্য প্রকল্পের এই পোর্টালটি ব্যবহার করতে পারবেন না রাজ্য সরকারি কর্মীরা। বিজ্ঞপ্তি দিয়ে অর্থদপ্তর জানিয়েছে ওই সময়ের মধ্যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন কেউ।

তবে ওই সময়ে সুবিধা প্রাপকরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হন সেই লক্ষ্যে বিশেষ ব্যবস্থা করা হয়েছে রাজ্য সরকার তরফে। কোনোভাবেই যাতে সুবিধা প্রাপক ও চিকিৎসা পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির কোনো সমস্যা না হয় সেই জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) তৈরি করা হয়েছে।

government employees

আরও পড়ুন: দক্ষিণবঙ্গে শীতের কামড়! একধাক্কায় নামবে তাপমাত্রা, শনিতে বৃষ্টি কোথায় কোথায়? আবহাওয়ার খবর

অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী সময়ে স্বাস্থ্য প্রকল্পটি কীভাবে চলবে সে ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। জানানো হয়েছে নির্দিষ্ট সময়ের মধ্যেও সুবিধা প্রাপক ও চিকিৎসা প্রতিষ্ঠানগুলি পোর্টাল খুলে এনরোলমেন্ট সার্টিফিকেট দেখতে পাবেন। ওই সময়ের মধ্যে হাসপাতাল থেকে চিকিৎসা করিয়ে রোগী ছাড়ার ক্ষেত্রেও কোনও সমস্যার সম্মুখীন হতে হবে না।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর