বাংলা হান্ট ডেস্কঃ অগাস্ট মাসে রয়েছে একের পর এক ছুটি (Holiday)। জুলাই মাসে খুব একটা ছুটি (Government Holiday) মেলেনি। একটানা কাজ করতে হয়েছে সরকারি কর্মীদের (Government Employee’s)। স্কুল পড়ুয়াদেরও টানা ক্লাস করতে হয়েছে। তবে এবার সরকারি কর্মীদের থেকে শুরু করে স্কুল, কলেজের পড়ুয়াদের এক টানা বেশ কয়েকদিন ছুটির সুযোগ রয়েছে।
সামনেই টানা ছুটি (Government Holiday)
এই অগাস্ট মাসে স্কুল, কলেজ বা ব্যাঙ্ক তো ছুটি থাকছেই, পাশাপাশি পর পর ছুটি পাবে পড়ুয়া ও সরকারি কর্মীরাও। ১০ অগাস্ট দ্বিতীয় শনিবার পড়েছে। যার কারণে ব্যাঙ্ক ছুটি থাকবে। এরপর ১১ অগাস্ট রবিবার স্কুল, কলেজ, অফিস আদালত ব্যাঙ্ক সবই ছুটি থাকবে। ১৫ অগাস্ট বৃহস্পতিবার- স্বাধীনতা দিবস উপলক্ষে গোটা দেশ জুড়ে ছুটি থাকবে। ১৭ আগস্ট শনিবার স্কুল বন্ধ থাকবে। অফিসও হাফ ছুটি। ১৮ অগাস্ট রবিবার স্কুল, কলেজ, অফিস, আদালত সবই বন্ধ থাকবে।
১৯ অগাস্ট সোমবার রাখি পূর্ণিমার জন্য সরকারি অফিস, আদালত, স্কুল কলেজ ছুটি থাকবে। তার আগে শনি, রবি এমনিতেই ছুটি, আর রাখির হলিডে যোগ করে নিলে পরপর টানা তিনদিন ছুটির সুযোগ। ২৪ আগস্ট চতুর্থ শনিবার থাকায় ব্যাঙ্ক ছুটি থাকছে। স্কুল অফিসেও হাফ ছুটি থাকবে। এরপর ২৫ অগাস্ট রবিবার সর্বত্রই ছুটি থাকবে।
আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর, শীঘ্রই বাড়ছে মাইনে, বাড়তি কত টাকা পকেটে আসবে?
এরপর ২৬ অগাস্ট জন্মাষ্টমী উপলক্ষেও ছুটি মিলবে। সেদিনও সোমবার। ফলে ছুটি পেতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। অর্থ্যাৎ তখনও টানা শনি-রবি-সোম ছুটি কাটানোর সুযোগ থাকছে। অর্থাৎ সবমিলিয়ে দেখা যাচ্ছে আগস্ট মাসে দু’দফায় টানা তিন দিন করে ছুটির (Government Holiday) সুযোগ রয়েছে। তাই দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন হলিডে প্ল্যান।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার