আর চলবে না টোটো-অটো-তিন চাকার যান, নিষিদ্ধ এলাকাগুলির তালিকায় আপনার জায়গা নেই তো ?

বাংলাহান্ট ডেস্ক : বিভিন্ন সূত্র থেকে খবর আসছিল অনেক আগেই। এবার সেই খবরে সীলমোহর দিল রাজ্য সরকার (State Government)। বেআইনি টোটো-অটো ও তিন চাকার যান জাতীয় সড়ক, রাজ্যের হাইওয়ে এবং বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ রাস্তায় সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হল সরকারের পক্ষ থেকে। এই বিষয়ে রাজ্য সরকার নোটিফিকেশন জারি করেছে।

এই নোটিফিকেশনে রাজ্য বলেছে বেআইনি গাড়ি চলাচলের জন্য এইসব রাস্তায় বাড়ছে দুর্ঘটনা। তাছাড়াও নানানভাবে সমস্যার মুখোমুখি হচ্ছেন সাধারণ মানুষ। বিষয়টি নিয়ে ইতিমধ্যেই জানানো হয়েছে সমস্ত জেলা পুলিশ, প্রশাসনকেও। জানানো হয়েছে এরপরেও যদি বেআইনি যান রাস্তায় চলাচল করে তাহলে তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিতে।

আরোও পড়ুন : হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অবধি এই বছরেই শুরু হচ্ছে মেট্রো! দিনক্ষণের ঘোষণা

পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বিধানসভায় ২৮ তারিখ এই বিষয়টি নিয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এমনকি বিধানসভায় মন্ত্রী আলোচনা করেন কীভাবে যাত্রী সংখ্যা বাড়ানো যায় বাসে। পরিবহন মন্ত্রী বলেছিলেন, “প্রচুর ছোট গাড়ি গত দশ বছরে রাস্তায় নেমেছে। আমরা রাস্তায় দেখতে পাই প্রচুর অটো, ই-রিকশা, লোকাল টোটোও। এই বাহনগুলি চালিয়ে শত শত যুবক জীবিকা নির্বাহ করছেন।”

auto 27 1469631079 18 1476768618

তিনি আরোও জানান, “আমরা তো ওগুলো তুলে দিতে পারি না। স্থানীয় যাত্রীরা তাই এগুলিতেই বেশি চাপেন। যাত্রী পেতে সমস্যায় পড়ে বাসগুলি। লং রুটের বাসগুলি এর ফলে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পৌরসভা, পঞ্চায়েতগুলিকে নির্দেশ পাঠিয়ে পুলিশ প্রশাসনের সাথে কথা বলতে বলেছি যাতে এমন ব্যবস্থা করা যায় এই ধরনের বাহনগুলি যাতে নির্দিষ্ট রাস্তাতেই চলাচল করে।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর