সারপ্রাইস! সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিরাট উপহার মমতার, জানেন দাদাকে কি গিফট দিলেন দিদি?

বাংলা হান্ট ডেস্কঃ পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডের (গড়বেতা-৩ ব্লক) ডুকির বুকেই গড়ে উঠবে মহারাজ সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) ইস্পাত কারখানা ( Steel Factory)। কখনও শালবনি কখনও গড়বেতা। তবে সেসব জল্পনা অতীত করে অবশেষে সৌরভদের প্রস্তাবিত ইস্পাত কারখানা গড়ে উঠতে চলেছে পশ্চিম মেদিনীপুরে।

সৌরভকে (Sourav Ganguly) আপাতত ৩১৮ একর জমি দিচ্ছে সরকার

সূত্রের খবর, সম্প্রতি গড়বেতার চন্দ্রকোণা রোডে ফিল্ম সিটি তৈরির জন্য বরাদ্দ ৩১৮ একর জমি রাজ্যের শিল্প উন্নয়ন নিগমকে হস্তান্তর করেছে রাজ্য ভূমি ও ভূমি রাজস্ব দফতর। ওই জমিই দাদাকে দেওয়ার জন্য নির্দিষ্ট করা হয়েছে। একসময় এখানেই ফিল্মসিটির উদ্বোধন করেছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান সেখানেই এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের ইস্পাত কারখানা গড়ে উঠবে।

   

সৌরভের কারখানার জন্য নির্দিষ্ট করা জমিতে শীলমোহর দিতে আজ শুক্রবার বৈঠকে বসতে চলেছে রাজ্য শিল্প উন্নয়ন নিগম। এমনটাই জানা গিয়েছে। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে মাদ্রিদ সফরে গিয়ে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) বাংলায় একটি ইস্পাত কারখানা গড়ে তুলবেন বলে ঘোষণা করেছিলেন। শালবনিতে কারখানা হবে বলেও জানিয়েছিলেন। তবে তারপর বেশ কিছুটা সময় কেটে গিয়েছে।

তবে জানা যায় ওই জমি হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়েছিল। এরপরই এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করেন সৌরভ। তাতেই হল মুশকিল আসান। কারখানার জন্য স্থান পরিবর্তন করে গত জুন মাসে সৌরভ নিজেই জানান, শালবনিতে নয়, গড়বেতায় গড়ে উঠবে কারখানা।

mamata sourav

আরও পড়ুন: সম্প্রতি বেড়েছে DA, এবার সরকারি কর্মচারীদের জন্য কয়েক লাখ টাকার ‘বোনাস’ ঘোষণা রাজ্যের

এই বিষয়ে ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক চন্দন বসু জানান, ‘‘ডুকিতে কারখানা হবে বলে শুনেছি। শালবনিতে বড় ইস্পাত কারখানা হওয়ার কথা থাকলেও তা হয়নি। পাশে চন্দ্রকোনা রোডের ডুকিতে কারখানা তৈরি হলে বিপুল কর্মসংস্থানের সুযোগ হবে। ভালই হবে।’’

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর