বছরের শুরুতেই রাজ্যবাসীর জন্য সুখবর! পাঁচ হাজার করে টাকা দেবে মমতার সরকার

বাংলা হান্ট ডেস্ক : রাজ্যের আর্থিক ভাবে পিছিয়ে পড়া মহিলাদের জন্য একাধিক প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।একদিকে যেমন কন্যাশ্রী, যুবশ্রী, শিক্ষাশ্রীর মতো প্রকল্প গুলির মাধ্যমে রাজ্যের পড়ুয়া উপকৃত হচ্ছেন, তেমনি খাদ্যসাথী প্রকল্পের জন্য রাজ্যের সমস্ত মানুষ অত্যন্ত কম মূল্যে চাল গম পেয়ে থাকেন। তবে এবার রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সাহায়্য দিয়ে আরও ভালোভাবে স্বনির্ভর করে তুলতে জাগো প্রকল্পের সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তাই নতুন বছরের সূচনাতেই আগের মতো ঘোষনা অনুযায়ী জাগো প্রকল্পের আওতায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য এককালীন পাঁচ হাজার করে টাকা দেওয়ার ঘোষনা হল। বাঁকুড়া জেলায় জেলাশাসকরে দফতরে এই নিয়ে একটি কর্মশালা অনুষ্ঠিত হল আজ। যেখানে জেলার সমস্ত স্বনির্ভর গোষ্ঠী গুলিকে অর্থিক সহায়তা দানের পাশাপাশি ব্যাঙ্ক ঋণ দেওয়া হবে।আর এই প্রকল্প বায়স্তবায়ন করতে ৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।IMG 7769

উল্লেখ্য, রাজ্যের মহিলাদের স্বনির্ভর করতে এবার জাগো নামে একটি বিশেষ প্রকল্পের সূচনা করা হয়েছে। যেখানে 7773003003 নম্বরে একটি মাত্র মিস্ড কল দিলে কিংবা মেসেজ পাঠালে অনুদান সম্পর্কিত সমস্ত তথ্য জানা যাবে । আর মেসেজ ও মিস্ড কলের মাধ্যমেই এককালীন পাঁচ হাজার টাকা করে পাবেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। এমনিতেই রাজ্যের গ্রাম এবং মফস্সল এলাকায় স্বনির্ভর গোষ্ঠী অনেক দিন থেকেই রয়েছে। কিন্তু সেই ছবির পর গোষ্ঠীর মহিলাদের আরও সুযোগ সুবিধা করে দিতে মাঠে নেমে পড়েছে রাজ্য সরকার।

সদ্য সমাপ্ত পশ্চিমবঙ্গের বিধানসভার তিন কেন্দ্রে উপনির্বাচনে হ্যাটট্রিক করেছে শাসক শিবির। এমনিতেই লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কার্যত তাঁর যে ক্ষমতা ফিরিয়ে আনতে উঠে পড়ে লেগেছে ঘাসফুল।

 

সম্পর্কিত খবর