বাংলা হান্ট ডেস্কঃ সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের (West Bengal Government) ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তারপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে ওবিসি শংসাপত্র (OBC Certificate Case) সংক্রান্ত মূল মামলাটিও খারিজ হয়ে যেতে পারে সর্বোচ্চ আদালতে? এরই মধ্যে এবার বড় কথা বলে দিলেন বড় রাজ্য সরকারি কর্মচারী সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
অতীতে বহুবার ডিএ ইস্যুতে রাজ্যকে তোপ দেগেছেন মলয়বাবু। এবার ওবিসি মামলা নিয়ে রাজ্যকে নিশানা করলেন। সম্প্রতি সমাজমাধ্যমে মলয়বাবু লেখেন, ‘ভাবুন! ভাববার সময় হয়েছে, পাঁচ/দশটা নয়, একসাথে ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেল সুপ্রিম কোর্টে। রাজ্যও চাইছিল বাতিল হোক। তাই তারা ৩১/০১/২৫ সুপ্রিমকোর্টে উপস্থিত থাকলো না।’
মলয় মুখোপাধ্যায় লেখেন,’ অবনী ঘোষের করা OBC মামলা খারিজ করল সুপ্রিম কোর্টে। ভাবা যায় ১২ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল হয়ে গেল। শোনা যাচ্ছে রাজ্য সরকার উপস্থিত ছিল না, তাই মামলাটি আবারও উঠবে। উঠতে পারে, কিন্তু তারজন্য যে রায় পরিবর্তণ হবে না তা রাজ্য খুব ভালই জানে। কারন হাইকোর্টের মাননীয় বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর বেঞ্চের বাতিল করা নির্দেশ বহাল রাখল সুপ্রিম কোর্টে।’
https://www.facebook.com/share/p/15se6SACR1/
প্রসঙ্গত, সম্প্রতি ওবিসি সার্টিফিকেট (OBC Certificate) বাতিল সংক্রান্ত এই মামলা খারিজ হয়ে গিয়েছে সর্বোচ্চ আদালতে (Supreme Court)। এর আগে গত ৩১ জানুয়ারি ওই মামলায় দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাই কোর্ট (Calcutta High Court) যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। এরপরই মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে কলকাতা হাইকোর্টের রায়ে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়ে যায়। উচ্চ আদালতের সেই রায়ের বিরোধীতা করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল রাজ্য।
পরে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণি কমিশনও। সুপ্রিম কোর্টে সেই মামলার শুনানি চলছে। আগামী ১৮ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি রয়েছে। এরই মধ্যে নতুন করে দায়ের হওয়া অন্য একটি মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট।
জানিয়ে রাখি, কলকাতা হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। মামলা করেছিলেন অবনীকুমার বিশ্বাস। তার মামলাতেই ওই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: মার্চ ডেডলাইন! পাল্টে যাবে বাংলার ভোল, বিরাট উদ্যোগ পশ্চিমবঙ্গ সরকারের
জানুয়ারি মাসে অবনীকুমার বিশ্বাসের করা এই নতুন মামলাটিতে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, হাই কোর্টের রায়ে হস্তক্ষেপ করা হবে না। মামলাটি খারিজ করে সুপ্রিম কোর্ট জানিয়েছে এই সংক্রান্ত কোনও আবেদন বিচারাধীন থাকে তবে সেটাও নিষ্পত্তি করা হল।