এবার হাতে আসবে ৮০ হাজার! হকার উচ্ছেদের আবহেই এদের জন্য বড় উদ্যোগ সরকারের

বাংলাহান্ট ডেস্ক : রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার বিগত কয়েক বছরে একাধিক প্রকল্প নিয়ে এসেছে সাধারণ মানুষের জন্য। সব ধরনের জনগণ বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সরকারের পক্ষ থেকে। আর্থিক সাহায্য থেকে শুরু করে বিমা, বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পাচ্ছেন লক্ষ লক্ষ সাধারণ মানুষ।

তবে আজকের এই প্রতিবেদনে আমরা এমন একটি প্রকল্প সম্পর্কে জানব যেখানে আবেদন করলে মিলতে পারে ৮০ হাজার টাকা। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর গোটা রাজ্যজুড়ে চলছে বেআইনি হকার উচ্ছেদ অভিযান। যা নিয়ে উত্তপ্ত বাংলার (West Bengal) রাজ্য রাজনীতি। পুলিশ ও প্রশাসনের তরফে উঠিয়ে দেওয়া হচ্ছে ফুটপাতে থাকা বেআইনি দোকান।

আরোও পড়ুন : আর এক পয়সাও কাটা হবে না! সরকারি কর্মীদের জন্য নিয়মে বড় বদল, জারি বিজ্ঞপ্তি

যদিও আপাতত এক মাস মুখ্যমন্ত্রী হকার উচ্ছেদ নিয়ে ‘ধীরে চলো’ নীতি গ্রহণ করেছেন। এই আবহে শিরোনামে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রকল্প। এই প্রকল্পটি বিশেষভাবে তৈরি করা হয়েছে হকার ও ব্যবসায়ীদের জন্য। এই প্রকল্পের মাধ্যমে হকারদের রাজ্য সরকার দিচ্ছে ৮০ হাজার টাকার আর্থিক সাহায্য।

আরোও পড়ুন : ৫ টাকায় ভরপেট খাওয়ার! মমতার নির্দেশে রাজ্যজুড়ে বিরাট উদ্যোগ, মেনুতে কী কী থাকছে?

গত বছর দুর্গাপুজোর আগে সরকার এই প্রকল্পের ঘোষণা করে। এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছিলেন হাজার হাজার হকার। পৌরসভা এলাকায় ব্যবসা করা হকারদের জন্য এই প্রকল্পটি নিয়ে আসা হয়েছিল। এমনকি গ্রামীন এলাকার বাসিন্দা যদি পৌরসভায় এলাকায় ব্যবসা করেন তিনিও এই সুবিধা পাবেন।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য প্রথমে আবেদন জানাতে হয় পৌরসভায়। আবেদন মঞ্জুর হলে পাওয়া যায় ৮০ হাজার টাকার ঋণ। সরকার তিন কিস্তিতে এই টাকা দিয়ে থাকে। প্রথম কিস্তি হিসাবে ১০ হাজার টাকার ঋণ দেওয়া হয়ে থাকে। সেই টাকা সময় মতো পরিশোধ করলে মেলে ২০ হাজার টাকার ঋণ।

New Project 2024 06 24T182355 1 4

 

দ্বিতীয় কিস্তির ঋণ শোধ করলে মেলে ৫০০০০ টাকার ঋণ। যদিও বর্তমানে যে হকারদের উচ্ছেদ করা হচ্ছে তারা এই প্রকল্পের সুবিধা পাবেন কিনা সেই বিষয়ে জানা যায়নি কিছু। তবে ধারণা করা হচ্ছে রাজ্য সরকার (State Government) এই হকারদের (Hawkers) জন্য আগামী দিনে বড় ভাবনা সামনে আনতে পারে।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর