বাংলা হান্ট ডেস্কঃ বছর ঘুরলেই লোকসভা ভোট। এখন থেকেই প্রস্তুতি শুরু শাসক শিবিরে। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে লক্ষ্মীর ভান্ডারে ভাতা নিয়ে অনেক আশায় ছিলেন বাংলার লক্ষ্মীরা। তবে বাজেটে বাড়েনি লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) অনুদান। কোনো সুখবর দেয়নি রাজ্য।
কবে বাড়বে লক্ষ্মীর ভান্ডারের টাকা? Lakshmir Bhandar
বাজেটে লক্ষ্মীর ভান্ডারে (Lakshmir Bhandar) অর্থের পরিমাণ বৃদ্ধির উল্লেখ করা হয়নি। রাজ্য সরকারের বাজেট বইয়ে ‘লক্ষ্মীর ভান্ডার’-এর উল্লেখ এবং ওই প্রকল্পের জন্য কত মহিলা উপকৃত হয়েছেন তার উল্লেখ অবশ্য ছিল। তবে বাড়তি অর্থ বরাদ্দ বা মাথাপিছু অর্থ বাড়ানো নিয়ে কিছু বলা ছিল না।
রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, বিধানসভা ভোটের আগেই একধাক্কায় বাড়ানো হতে পারে লক্ষ্মীর ভান্ডার। ভোটের ছ’মাস আগে মুখ্যমন্ত্রী নিজে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় ঘোষণা করতে পারেন বলে ধারণা প্রশাসনিক মহলের। আবার আলাদা করে লক্ষ্মীর ভান্ডারে মাথাপিছু অর্থের পরিমাণও বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। আগামী বছর ভোটের আগে যে লক্ষ্মীর ভান্ডার বাড়বে তা নিয়ে এক প্রকার নিশ্চিত অনেকেই।
উল্লেখ্য, বাজেট পুস্তিকায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উল্লেখ করে লেখা হয়েছে, “নারী ক্ষমতায়ণ বৃদ্ধির উদ্দেশে রাজ্য সরকার একগুচ্ছ জননীতিভিত্তিক প্রকল্প রূপায়িত করছে। এর মধ্যে লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প ইত্যাদি অন্যতম উল্লেখযোগ্য। এই প্রকল্পগুলি রাজ্যের নারীদের জীবনের বিভিন্ন পর্বকে গভীর ভাবে ছুঁয়ে আছে।”
আরও পড়ুন: দোলের দিনই ঝেঁপে বৃষ্টি! দক্ষিণবঙ্গের কোন কোন জেলা ভিজবে? আবহাওয়ার আগাম খবর জানুন
রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বসয়ী মহিলারা পান লক্ষ্মীর ভাণ্ডার। এই প্রকল্পের আওতায় তপশিলি জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলারা মাসে ১২০০ এবং সাধারণ সম্প্রদায় অর্থাৎ জেনারেল ক্যাটাগরির মহিলারা ১০০০ টাকা করে পান। বাজেটে লক্ষ্মীর ভান্ডারের (Lakshmir Bhandar) অনুদান না বাড়লেও খুব শীঘ্রই এই নিয়ে সুখবর আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। হয়তো চলতি বছরের শেষের দিকে বা আগামী বছর একদম শুরুতে লক্ষ্মীর ভান্ডার নিয়ে সুখবর আসবে। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের মতে, ২০০০ টাকা পর্যন্ত বাড়ানো হতে পারে ভাতা।