DA বাড়ছে? নাকি হবে ছাঁটাই? পশ্চিমবঙ্গ সরকার চিঠি পাঠাতেই সরকারি কর্মীদের মনে আশঙ্কা

বাংলা হান্ট ডেস্কঃ নয়া বছর পড়তেই নতুন করে ডিএ বৃদ্ধির আশায় দিন গুনছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ওদিকে পশ্চিমবঙ্গের সরকারি (West Bengal Government) কর্মীদের ডিএ মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। এই নিয়ে ১৪ তম বার শুনানি পিছিয়েছে সর্বোচ্চ আদালতে। এরই মধ্যে নতুন করে শুরু হয়েছে জল্পনা। কি নিয়ে?

সরকারি কর্মীদের কি বার্তা সরকারের? West Bengal Government

নতুন বছরের শুরুতেই রাজ্যের বিভিন্ন দফতরে চিঠি পাঠাতে শুরু করল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। কোন দফতরে কর্মীর সংখ্যা কত, তা জানতে চেয়ে চিঠি পাঠানো হয়েছে মমতার হাতে থাকা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতর। ৩১ জানুয়ারির মধ্যে এই সংক্রান্ত তথ্য পাঠাতে হবে।

সচিবালয়গুলিতে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, আপার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, হেড অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসার পদে মোট অনুমোদিত পদ ও বর্তমান কর্মরত কর্মীর বিস্তারিত তথ্য চেয়ে চিঠি গিয়েছে। কোনো কিছু উল্লেখ করা না হলেও নয়া বছরের শুরুতেই রাজ্যের এই পদক্ষেপে নতুন করে নিয়োগ নিয়ে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন মহলে।

একই সাথে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে কর্মী নিয়োগের বদলে ছাঁটাই করা হবে কি না, সে বিষয়েও জোর জল্পনা চলছে। এমন একটা সময় দফতরে দফতরে চিঠি দিতে শুরু করল রাজ্য যখন ডিএ ইস্যুতে তোলপাড় চলছে রাজ্যে। এখানে উল্লেখ্য, বিগত কিছু সময়ে রাজ্যের একাধিকবার নিয়োগে কারচুপির অভিযোগ সামনে এসেছে। স্বচ্ছ নিয়োগের দাবি জানিয়ে এসেছেন সরকারি কর্মীরা। ওদিকে ডিএ ইস্যুতে রাজ্য সরকারি কর্মীদের ‘যুদ্ধ’ জারি রয়েছে। সর্বোচ্চ আদালতে চলছে মামলা।

Nabanna Government of West Bengal

আরও পড়ুন: DA নয়, এবার বাড়তে চলেছে মূল বেতন, সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর

সুপ্রিম কোর্টে এখন পশ্চিমবঙ্গের (West Bengal Government) যে ডিএ মামলা চলছে, সেটা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া থাকা মহার্ঘ ভাতা সংক্রান্ত। বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। ফের ডিএ কবে বাড়বে, আদৌ বাড়বে কি না সেই নিয়ে কোনো আপডেট নেই রাজ্যের তরফে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর