বাংলা হান্ট ডেস্কঃ গত সপ্তাহেই কলমের খোঁচায় চাকরি গিয়েছে প্রায় ২৬০০০ জনের। এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলার যোগ্য-অযোগ্য চিহ্নিত না করতে পেরে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। যা নিয়ে রীতিমতো উত্তাল রাজ্য-রাজনীতি। ইতিমধ্যেই এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য (Government of West Bengal)। চলছে শুনানি। তবে এসবের মাঝেই রাজ্য সরকার জানিয়েছিল আপাতত চাকরিহারাদের বেতন দেবে। সেই মতই হল কাজ।
মঙ্গলবার, এপ্রিল মাসের শেষ দিনে চাকরিহারা শিক্ষক, শিক্ষাকর্মী সবমিলিয়ে ২৫৭৫৩ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এপ্রিল মাসের বেতন। যদিও শুধুমাত্র এপ্রিল মাসে বেতন দেওয়ার ঘোষণা করেছিল রাজ্য। এরপর চাকরিহারাদের কী হবে তা কারোর জানা নেই। চাকরিহারাদের কথায়, যেখানে চাকরির ভবিষ্যৎই অনিশ্চিত, সেখানে দাঁড়িয়ে এই সময়ে এক মাসের বেতন তাদের দুশ্চিন্তা লাঘব করতে পারে নি।
চাকরিহারাদের মতে, কয়েকদিন বাদ দিয়েছি এপ্রিল মাস প্রায় গোটাটাই কাজ করেছেন তারা। তাই এ মাসের বেতন নিয়ে তারা নিশ্চিত ছিলেন। তবে এর পর কবে তাদের চাকরি ফিরবে? আদেও কী চাকরি ফিরে পাবেন? আইনি জট কবে কাটবে? এরমই পাহাড় প্রমাণ প্রশ্ন এখন তাদের মনে। হাই কোর্টের রায় খারিজ হলে বা স্থগিতাদেশ পড়লেই একমাত্র তারা নিশ্চিন্ত হবেন বলে জানিয়েছেন চাকরিহারারা।
আরও পড়ুন: কোন কোন অফিসারের নামে সিল পেয়েছেন? শুনেই ED বলল…, রেশন দুর্নীতি মামলায় শোরগোল
প্রসঙ্গত, গত সপ্তাহের প্রথম দিনেই হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি সব্বার রশিদির ডিভিশন বেঞ্চের রায়ে বাতিল হয়েছে। হাই কোর্টের রায়ের ২৪ ঘন্টার মধ্যেই SSC মামলার রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) যায় রাজ্য, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার সর্বোচ্চ আদালতে এসএসসি চাকরি বাতিল মামলার শুনানি হয় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। আপাতত চাকরি বাতিলের রায়ে কোনো স্থগিতদেশ দেয় নি সুপ্রিম কোর্ট। আগামী সোমবার ফের সর্বোচ্চ আদালতে এই মামলার শুনানি হবে।