বাংলা হান্ট ডেস্কঃ ২৬০০০ চাকরি বাতিল (SSC Scam) মামলায় নয়া মোড়। রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়ে সুপ্রিম দরবারে (Supreme Court) রাজ্য সরকার (West Bengal Government) এবং স্কুল সার্ভিস কমিশন। সুপ্রিম রায় ঘোষণার এক মাসের মাথায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে রাজ্য। আগামী ৮ মে প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।
SSC ইস্যুতে আরও জটিল হচ্ছে পরিস্থিতি | SSC Scam
রাজ্যের পদক্ষেপে ক্ষীণ আশার আলো উন্মোচন হয়েছে ‘যোগ্য’-তালিকায় যাদের নাম আসেনি তাঁদের জন্য। এদিকে ফের রায় পুনর্বিবেচনার আর্জি নিয়ে সরকারের ভূমিকায় বেজায় ক্ষুব্ধ চাকরিহারা শিক্ষকদের সংগঠন ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চ’। ফলত ক্রমেই জটিল হচ্ছে পরিস্থিতি।
সরকারের পদক্ষেপের বিষয়ে সংগঠনের আহ্বায়ক মেহেবুব মণ্ডল বলেন, সরকার আমাদের সঙ্গে বৈঠকে যা বলেছিল আর বাস্তবে যা করছে, দুটোর মধ্যে কোনো মিল নেই। মেহেবুবের কথায়, ‘পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছিল, সরকার তাঁদেরকে বাঁচাতেই ফের সুপ্রিম কোর্টে আপিল করেছে, আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।”
এরপরই সোজাসুজি হুঁশিয়ারি দিয়ে মেহেবুব বলেন, ‘এভাবে যদি আমাদের চাকরি চলে যায় তাহলে আমরাও ছেড়ে কথা বলব না। বিধানসভা ভোট করতে দেব না।” বৃহত্তর আন্দোলনে নামার ইঙ্গিত মিলেছে সংগঠনের আহ্বায়কের কথায়। এদিকে সরকারের সিদ্ধান্তকে ‘মানবিক পদক্ষেপ’ বলে স্বাগত জানিয়েছে ‘ইউনাইটেড টিচিং অ্যান্ড নন-টিচিং ফোরাম ২০১৬’। উল্লেখ্য, এটা তাঁদের সংগঠন, যাদের ‘যোগ্য’-তালিকায় নাম নেই।
প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে চাকরি খুইয়ে রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন চাকরিহারাদের একাংশ। এই পরিস্থিতিতে রাজ্য সরকার ও এসএসসি এবং আগেই জানিয়েছিল, পুরো রায় পুনর্বিবেচনার আর্জি (রিভিউ পিটিশন) জানানো হবে সুপ্রিম কোর্টে। সেইমতো আবেদন জানিয়েছে রাজ্য।
ভিডিও দেখুন: https://youtu.be/69KS2m13HuI?si=879t597fC-t-1E8c
প্রসঙ্গত, এর আগে রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। স্কুল পড়ুয়া সহ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কথায় মাথায় রেখে রায়ে পরবর্তনের জন্য আবেদন করা হয়। পর্ষদের আবেদন ছিল, এত সংখ্যক শিক্ষকের চাকরি এক সঙ্গে বাতিল হলে শিক্ষাব্যবস্থায় বড়সড় ধাক্কা লাগবে। শিক্ষাব্যবস্থা ভেঙে যেতে পারে। এরপর গত ১৭ এপ্রিল পর্ষদের আবেদন মেনে সাময়িক রায় পরিবর্তন করে সুপ্রিম কোর্ট।
আরও পড়ুন: পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! হাইকোর্টে ছুটলেন মুর্শিদাবাদে নিহত বাবা-ছেলের পরিবার, পাশে সজলরা
সেই সময় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দাগি নন এমন ও অযোগ্যদের বাদ রেখে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষকেরা ডিসেম্বর মাস পর্যন্ত স্কুলে যেতে পারবেন। তাঁদের বেতনও বহাল থাকবে তবে ৩১ মে-র মধ্যে রাজ্যকে নতুন নিয়োগপ্রক্রিয়া শুরুর বিজ্ঞপ্তি দিতে হবে। তবে সেই নির্দেশ না কার্যকর করে উল্টে আদালতে গেল রাজ্য সরকার।