বাংলা হান্ট ডেস্কঃ ইদানিং রাজ্যের (West Bengal) সরকারি স্কুলগুলির প্রতি আগ্রহ হারাচ্ছে অধিকাংশ পড়ুয়া। তাই এবার সরকারি স্কুলগুলিকে পড়ুয়াদের কাছে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে এক অভিনব উদ্যোগ নিচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সাধারণত বাইরের রাজ্যে ঘুরতে গিয়ে অনেকেই দেখে থাকেন বাটারফ্লাই পার্ক বা প্রজাপতি পার্ক। যদিও তা সংখ্যায় অনেক কম। এছাড়াও বিশ্বের একাধিক বিমানবন্দরেও এই ধরনের বাটারফ্লাই পার্ক দেখা যায়। এবার এই ধরনের বাটারফ্লাই পার্ক বা প্রজাপতি পার্ক সরকারি স্কুলগুলিতেও গড়ে তুলতে ইচ্ছুক রাজ্য সরকার।
বাংলাজুড়ে প্রজাপতি পার্ক তৈরির উদ্যোগ নিল রাজ্য (West Bengal) সরকার
পড়ুয়াদের জীব বৈচিত্র্য সম্পর্কে শিক্ষা দেওয়ার পাশাপাশি প্রকৃতির ভারসাম্য বজায় রাখার জন্য এই অভিনব উদ্যোগ নেওয়া হচ্ছে। যার ফলে এইভাবে একসাথে দুভাবে লাভবান হওয়া যাবে। জনপ্রিয় একাধিক জার্নালের রিপোর্ট অনুযায়ী খবর ইদানিং সারা বিশ্বে উদ্বেগজনক ভাবে কমছে প্রজাপতির সংখ্যা। যার প্রভাব পড়তে চলেছে প্রকৃতির ভারসাম্যে রক্ষার ওপর। এই পরিস্থিতিতে জীববৈচিত্রকে বাঁচাতে পরাগ মাখা প্রজাপতি নিয়ে তৈরি হবে এই বাটারফ্লাই পার্ক বা প্রজাপতি পার্ক।
বাস্তবে এই চিন্তাভাবনাকে রূপায়িত করা গেলে পরাগমিলন হবে। আর এর ফলে ফুল-ফলের সংখ্যা বাড়বে। প্রসঙ্গত প্রজাপতির সংখ্যা দিন দিন কমতে থাকার ফলে পরিবেশের ভারসাম্য রক্ষার উপরও ব্যাপক প্রভাব পড়তে চলেছে। তাই এবার প্রজনন বাড়াতে পশ্চিমবঙ্গের (West Bengal) সরকারি স্কুলগুলিতে বাটারফ্লাই পার্ক বা প্রজাপতি পার্ক তৈরীর উদ্যোগ নেওয়া হচ্ছে। বেসরকারি উদ্যোগে বাংলায় বেশ কিছু প্রজাপতি পার্ক ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। নিউটাউন থেকে শুরু করে রাজাভাতখাওয়াসহ একাধিক জেলায় সরকারি উদ্যোগে এই ধরনের ১১ টি ‘বাটারফ্লাই পার্ক’ বা ‘প্রজাপতি পার্ক’ তৈরি হয়েছে। সব ঠিক থাকলে এবার সেই পার্ক গড়ে উঠবে সরকারি স্কুলেও।
আরও পড়ুন: কিভাবে তৈরি হয়েছিল চাকরি বিক্রির ছক? ভাইরাল অডিও থেকে ফাঁস চাঞ্চল্যকর তথ্য, ঘুরে যাবে মামলার মোড়?
রাজ্য (West Bengal) সরকারের এই অভিনব উদ্যোগ সম্পর্কে জানা মাত্রই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলেই। বিশেষ করে পরিবেশবিদরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। রাজ্যের জীব বৈচিত্র্য পর্ষদের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সরকারি স্কুলগুলির মধ্যে বাটারফ্লাই পার্ক বা প্রজাপতি পার্ক গড়ে উঠলে প্রজাপতির সংখ্যা বৃদ্ধির সাথে সাথে প্রজাপতি সম্পর্কে পড়ুয়াদের জ্ঞানও বাড়বে। শিক্ষকরা গল্পের ছলে পড়ুয়াদের এ বিষয়ে পাঠ দেবেন। পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এখনকার সময়ে এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। জানা যাচ্ছে ২০২৪-২৫ অর্থবর্ষে বাংলার মোট ৮৪ টি স্কুলে বাটারফ্লাই পার্ক বা প্রজাপতি পার্ক তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই বিশেষ পার্ক তৈরি করা হবে জেলাগুলিতেই।
আগামীদিনে বাংলাজুড়ে (West Bengal) জেলায় জেলায় বাটারফ্লাই পার্ক তৈরি করা হবে কারণ শহরাঞ্চলের স্কুল তুলনায় জেলায় জমি পাওয়া অনেক সহজ। তাছাড়া স্কুলগুলির সঙ্গে থাকা মাঠে বাটারফ্লাই পার্ক করে তোলাও সহজ হবে। কিন্তু কলকাতায় এক্ষেত্রে বিরাট অসুবিধা রয়েছে। শহরাঞ্চলে প্রজাপতি পার্ক করে তোলার বেশ চ্যালেঞ্জের। তাই শুধুমাত্র যে সমস্ত সরকারি প্রাইমারি এবং হাই স্কুলে জায়গা রয়েছে সেখানেই এই পার্ক তৈরি করা হবে। মুর্শিদাবাদ, বীরভূম থেকে ফাঁসি দেওয়া,ময়নাগুড়ি, এবং ফালাকাটার স্কুলেও তৈরি করা হবে এই পার্ক। এই বিষয়ে পর্ষদের চেয়ারম্যান জানিয়েছেন, প্রজাপতি সংরক্ষণের জন্য দুই ধরনের গাছের প্রয়োজন হয় এক ধরনের গাছ থেকে তারা মধু সংগ্রহ করে, তো অন্য ধরনের গাছে প্রজাপতি ডিম পাড়ে। জানা যাচ্ছে স্কুলগুলিতে এখন এই দুই ধরনের লাগানো হচ্ছে।