বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যের (West Bengal) শিক্ষা ব্যবস্থার হাল বেহাল বহুদিন ধরেই। তার ওপর বছরের পর বছর পর আটকে রয়েছে নিয়োগ প্রক্রিয়া। এইভাবে বিপুল সংখ্যক নিয়োগ ঝুলে থাকায় রাজ্যের স্কুলগুলিতেও শিক্ষক-শিক্ষিকাদের অভাব তৈরী হয়েছে। এরই মাঝে পশ্চিমবঙ্গের (West Bengal) স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে এল বিরাট সুখবর।
পশ্চিমবঙ্গের (West Bengal) স্কুল শিক্ষক নিয়োগ নিয়ে বড় আপডেট
জানা যাচ্ছে, রাজ্যে (West Bengal) খুব তাড়াতাড়ি শুরু হতে চলেছে নিয়োগ। তবে এবার মূলত বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্যই শিক্ষক নিয়োগ করা হবে রাজ্যের স্কুলেগুলিতে। ইতিমধ্যেই রাজ্য জুড়ে তৈরী হয়েছে ২৫০০-এরও বেশি শূন্যপদ। এই স্কুলগুলিতে আগামী দিনে স্পেশ্যাল এডুকেটর হিসেবেই শিক্ষক নিয়োগ শুরু হতে চলেছে।
ইতিমধ্যেই এই স্পেশ্যাল এডুকেটরদের নিয়োগ বিধিতে ছাড়পত্র দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এক্ষেত্রে উচ্চ প্রাথমিক ও নবম – দশম পর্যায়েই মূলত শিক্ষক নিয়োগ করবে স্কুল সার্ভিস কমিশন। এখানে বলে রাখা ভালো, পশ্চিমবঙ্গ সরকারের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের ক্ষেত্রে উচ্চ-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যেমন বিএড এবং ডিএলএড কোর্স করা বাধ্যতামূলক তেমনি এক্ষেত্রেও রিহ্যাবিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদিত বিএড কোর্স করা আবশ্যক।
আরও পড়ুন: ‘চার সপ্তাহের মধ্যে…’ ৬ শতাংশ হারে সুদ সমেত দিতে হবে ক্ষতিপূরণ! বিরাট নির্দেশ কলকাতা হাইকোর্টের
এই কোর্স করলে তবেই প্রার্থীরা এই পদের চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যেই নিয়োগ বিধিতে অনুমোদন দিয়েছে রাজ্য মন্ত্রিসভা। তবে এই প্রথম, রাজ্যে আগে কখনও বিশেষ ভাবে সক্ষম পড়ুয়াদের জন্য নির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগ করা হয়নি।
তবে এক্ষেত্রে বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। এই চাকরিতে যে সমস্ত শিক্ষকদের নিয়োগ করা হবে তাঁদের একের বেশি স্কুলে পড়াতে হবে। অর্থাৎ ওই স্কুলের কাছাকাছি আরও যদি স্কুল থাকে যেখানে বিশেষ ভাবে সক্ষম পড়ুয়ারা রয়েছেন সেই স্কুলেও এই শিক্ষকরা পড়াতে পারবেন। সূত্রের খবর গোটা রাজ্যজুড়েই এই নিয়ম চালু করেছে রাজ্য সরকার।