যাচ্ছে বহু চাকরি! এই সপ্তাহেই দুর্নীতি করে চাকরি পাওয়া সবার নাম সামনে আনবে রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ SSC নিয়ে বিরাট আপডেট। এবার এক ধাক্কায় চাকরি হারাবেন বহ? এমনই আশঙ্কা করা হচ্ছে। সুপ্রিম কোর্টে ঝুলছে SSC মামলা। নিয়োগে দুর্নীতির অভিযোগে গত মাসে এসএসসি ২০১৬ (SSC Recruitment Scam) সালের গোটা প্যানেল বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। পরে সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) গেলে সর্বোচ্চ আদালত উচ্চ আদালতের নির্দেশের উপরে ১৬ জুলাই পর্যন্ত স্থগিতাদেশ দেয়। যদিও বেশ কিছু বিষয় স্পষ্ট করেছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে মুচলেকা দিয়ে স্কুলে যোগ দিতে হবে সকলকে।

ভোট মেটার পর গত ৩ জুন রাজ্যের সমস্ত স্কুল খুলে গিয়েছে। শিক্ষক-শিক্ষাকর্মীরা সেদিন থেকেই কাজে যোগদান দিয়েছেন। তবে সুপ্রিম নির্দেশ মতো কেউই মুচলেকা দেননি। সরকারি স্তরে সেই সংক্রান্ত কোনও নির্দেশও নেই। সুপ্রিম কোর্টের নির্দেশ না মানায় এতে আদালত অবমাননা হবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছিল বিভিন্ন মহলে।

সূত্রের খবর, বিতর্ক এবং আদালত অবমাননার বিষয় এড়াতে এবার সংবাদমাধ্যমে CBI ও SSC চিহ্নিত ‘অযোগ্য’ শিক্ষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে চলেছে শিক্ষা দফতর। চলতি সপ্তাহেই তা প্রকাশ করা হবে বলেও জানা গিয়েছে।

ssc scam 7

আরও পড়ুন: জুন মাসে পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছে ১০০০০ টাকা, কীভাবে পাবেন? নয়া প্রকল্প নিয়ে শোরগোল

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের চাকরি বাতিলের রায়ে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। তবে সুপ্রিম কোর্টের শর্ত ছিল যত দিন বিচার প্রক্রিয়া চলবে তত দিনই চাকরি থাকবে সবার। পরে বেআইনি নিয়োগের অভিযোগ যার বিরুদ্ধে প্রমাণিত হবে, তার চাকরিই যাবে। পাশাপাশি তাকে এত দিন পাওয়া বেতনের টাকাও ফেরত দিতে হবে। এই বেতন সংক্রান্ত মুচলেকাও দিতে হবে সকলেকে। সেই মুচলেকা না জমা হলেও এবার শীঘ্রই ‘অযোগ্য’দের নাম প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার।


Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর