দুয়ারে সরকার অতীত! এবার রাজ্যে ‘দুয়ারে শিল্প’, মিলবে ব্যাপক সুবিধা, কারা পাবেন?

বাংলা হান্ট ডেস্কঃ রাজ্যে শিল্প নেই, শিল্প নেই! হামেশাই এমন অভিযোগ তুলে সরকারকে (West Bengal Government) আক্রমণে দু’পা এগিয়ে থাকে বিরোধীরা। তবে সেসব সমালোচনায় কান দিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার সেই শিল্প নিয়েই নিলেন বিরাট পদক্ষেপ। রাজ্যের ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পকে কেন্দ্রের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দিতে এ বার বসছে ‘দুয়ারে শিল্প’ (Duare Shilpo) শিবির।

দুয়ারে সরকার অতীত! এবার রাজ্যে ‘দুয়ারে শিল্প’ (Duare Shilpo)

ক্ষুদ্র, ছোটো ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে এই বিশেষ কর্মসূচির উদ্যোগ। ইতিমধ্যেই ব্লকস্তরে এই ক্যাম্পগুলি সফল ও পেশাদারিত্বের সঙ্গে চালনা করতে উপদেষ্টা হিসেবে প্রাইসওয়াটারহাউস কুপার্সকে নিয়োগ করেছে পশ্চিমবঙ্গ সরকার। ব্লক স্তরে ক্যাম্প করে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য শিবির তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সবটাই হবে দুয়ারে সরকারের আদলে।

   

উল্লেখ্য সাধারণত ক্ষুদ্র-ছোট-মাঝারি সংস্থাগুলি কেন্দ্রের উদ্যম পোর্টালে নথিভুক্ত না হলে সরকারি প্রকল্পে ঋণ বা ভর্তুকির সুবিধা পায় না। এমন বহু সংস্থা রয়েছে যাদের সরকারি খাতায় নথিভুক্ত করা নেই। ফলত তাদের কেন্দ্র ও রাজ্য সরকারের বহু সুবিধা থেকে বঞ্চিত থাকতে হয়। পশ্চিমবঙ্গের বহু সংস্থা সরকারি খাতায় নথিভুক্ত নয়। তাই এবার প্রতিটি ব্লকে ব্লকে এই ক্যাম্পের উদ্যোগ।

এই বিষয়ে ক্ষুদ্রশিল্প দফতরের সচিব রাজেশ পাণ্ডে জানান, ‘‘এ নিয়ে কিছু বলার মতো অবস্থা এখনও তৈরি হয়নি। এই নামে কোনও কিছু হচ্ছে, তা এখনই বলা যাবে না।’’ যদিও সূত্রের খবর, গোটা পরিকল্পনাই চূড়ান্ত। এখন শুধু সময়ের অপেক্ষা। এ মাসেই ক্যাম্পের ঘোষণা হতে পারে বলেও শোনা যাচ্ছে।

Mamata Banerjee Government of West Bengal Nabanna

আরও পড়ুন: DA বাড়িয়ে শুরু কড়াকড়ি! এই সরকারি কর্মীদের জন্য লম্বা নির্দেশিকা সরকারের, উড়ল রাতের ঘুম

জানা যাচ্ছে মূলত এই ক্যাম্প গুলির মূল উদ্দেশ্য হবে এই ক্ষেত্রের সংস্থাগুলিকে সরকার যে সহায়তা দেয়, তা যাতে এখান থেকে পাওয়া যায় সেই ব্যবস্থা করা। পাশাপাশি কেন্দ্রের উদ্যম পোর্টালে নথিভুক্তিকরণ। গ্রাম থেকে শহর, সর্বত্র এই ক্যাম্পের (Duare Shilpo) আয়োজন করা হবে বলে জানা গিয়েছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর