বাংলা হান্ট ডেস্কঃ এক ‘অনামী’ ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে চেয়ে এবার কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হল রাজ্য (State Government)। সূত্রের খবর, আদালতে ‘অনামী’ ব্যক্তির নামে এফআইআর দায়ের করার আর্জি জানান হয়েছে। এই মর্মে সোমবার কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের দ্বারস্থ হলেন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায়। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেছে রাজ্য।
সূত্রের খবর ইতিমধ্যেই রাজ্যের আবেদনে সাড়া দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলা দায়ের করার অনুমতি দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। যদিও কোন ব্যক্তির বিরুদ্ধে এবং কোন মামলায় অভিযোগ দায়ের করতে চায়, তার উল্লেখ করেননি রাজ্যের আইনজীবী। আর এই নিয়েই শুরু হয়েছে জল্পনা। শোনা যাচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চেয়ে হাই কোর্টে গিয়েছে রাজ্য।
সূত্রের খবর, ‘খালিস্তানি’ মন্তব্য করার জন্য নাম না করে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জি জানান হয়েছে। প্রসঙ্গত, বিরোধী দলনেতার বিরুদ্ধে আদালতের অনুমতি ছাড়া এফআইআর দায়ের করা যাবে না, এমন নির্দেশ রয়েছে। সেই মর্মেই রাজ্য মামলা দায়ের করার আবেদন নিয়ে হাই কোর্টের দ্বারস্থ হয়েছে। আদালত ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করার অনুমতি দিক বলে এদিন এদিন নিজের আবেদনে জানিয়েছেন রাজ্যের আইনজীবী।
প্রসঙ্গত, সম্প্রতি সন্দেশখালি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু। সেই সময় তার বিরুদ্ধে ধামাখালিতে জনৈক পুলিশ কর্তা জশপ্রীত সিংকে ‘খালিস্তানি’ বলে আক্রমণ করার অভিযোগ ওঠে। ‘খলিস্তানি’ মন্তব্য নিয়ে সরগরম হয়ে ওঠে বঙ্গ রাজনীতি। এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার বলেছিলেন, ‘জনৈক পুলিশ অফিসার যসপ্রিত সিংকে ‘খালিস্তানি’ বলে আক্রমণ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা এমন কোনও মন্তব্য করতে পারেন না যা একটি বিশেষ সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করে। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আইনি যা যা ব্যবস্থা নেওয়ার নেব।’’
আরও পড়ুন: অর্ধেক মার্চ বন্ধ থাকবে ব্যাঙ্ক! কাজ থাকলে করে ফেলুন আগেই, বিপদ এড়াতে দেখুন RBI-র তালিকা
এদিন মামলা দায়ের করার অনুমতি দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়েছে, মামলা বিচারপতি জয় সেনগুপ্তই শুনবেন। উল্লেখ্য, বিচারপতি জয় সেনগুপ্তই পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তা ও নিষ্ক্রিয়তা সংক্রান্ত মামলাগুলি শোনেন। তবে বর্তমানে তিনি হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে রয়েছেন। রাজ্যের তরফে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হলে প্রধান বিচারপতি জানান, ভার্চুয়াল মাধ্যমে মামলাটির শুনানি হবে। আগামী মঙ্গলবার মামলাটির শুনানি হবে বলে জানা গিয়েছে।