২১ ফেব্রুয়ারী কারও অ্যাকাউন্টে ১০০ দিনের কাজের টাকা দিচ্ছে না রাজ্য! তাহলে কবে মিলবে?

বাংলা হান্ট ডেস্কঃ আর কেন্দ্রের ভরসায় নয়। ১০০ দিনের কাজের সব টাকা দেবে রাজ্য (100 days work Dues)। চলতি মাসের শুরুর দিকে মোদী সরকারের বিরুদ্ধে রেড রোডে তৃণমূলের ধর্নামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মমতা বলেছিলেন, আগামী ২১ ফেব্রুয়ারির মধ্যে ২১ লক্ষ বঞ্চিতকে টাকা দেবে রাজ্য সরকার। তবে তবে আপাতত ২১ তারিখ সেই টাকা কারও অ্যাকাউন্টে ঢুকছে না বলেই এদিন বিধানসভা থেকে জানালেন মুখ্যমন্ত্রী। কারণ কী?

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বলেন সমীক্ষা করে দেখা গিয়েছে ২১ লক্ষ নয়, বঞ্চিত শ্রমিকের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২৪ লক্ষে। তবে তাই বলে নিজের প্রতিশ্রুতি তৃণমূল সুপ্রিমো রাখবেন না তেমনটা নয়। মমতা জানিয়েছেন ২১ ফেব্রুয়ারীর পরিবর্তে ১০০ দিনের কাজের টাকা দেওয়া শুরু হবে আগামী ১ মার্চ থেকে।

প্রসঙ্গত, একাধিক প্রকল্পে বাংলার প্রাপ্য টাকা আটকে রেখেছে কেন্দ্র, এই অভিযোগ তুলে ফেব্রুয়ারী মাসের শুরুর দিকে রেড রোডে অম্বেডকর মূর্তির সামনে দুদিনব্যাপী ধর্নায় বসেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। আর সেখান থেকেই মমতা ঘোষণা করেন, বাংলার গরিব মানুষদের আর বঞ্চিত হবে না। বঞ্চিতদের ১০০ দিনের সব টাকা দেবে রাজ্য।

mamata bb

আরও পড়ুন: এবার মমতার ‘গুড বয়’ দেবকে দিল্লিতে ডেকে পাঠাল ED, ‘বড়সড়’ দুর্নীতিতে তলব তৃণমূল সাংসদকে

সেই সময় প্রকাশ্য সভা থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘‘২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২১ ফেব্রুয়ারি বকেয়া মজুরির টাকা পৌঁছে যাবে।’’ তবে এদিন মমতা বলেন সার্ভে করে দেখা গিয়েছে প্রাপকের সংখ্যা ২১ লক্ষ থেকে বৃদ্ধি পেয়ে ২৪ লক্ষে দাঁড়িয়েছে। সকলের পাওনা মেটাতে রাজ্যের আরও অর্থের দরকার। তার সংস্থান করতেই সকলের কাছে কিছু দিন সময় চেয়ে নিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর