বাংলা হান্ট ডেস্কঃ অঙ্গনওয়াড়ি (Anganwadi) স্কুলগুলিতে এবার স্মার্ট ক্লাস চালু করার অভিনব উদ্যোগ নিল রাজ্য সরকার। জানা যাচ্ছে, ইতিমধ্যেই বেশ কয়েকটি পুরসভা এলাকায় প্রাথমিক স্কুলে স্মার্ট ক্লাস চালু করা হয়েছে। খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের উদ্যোগে ইতিমধ্যেই চেতলা এলাকায় মেয়র’স স্কুলে স্মার্ট ক্লাস হয়েছে। শুধু তাই নয়! ইতিমধ্যেই একাধিক সরকারি স্কুলগুলিতেই চালু হয়েছে স্মার্ট ক্লাস। এবার এই স্মার্ট ক্লাসগুলিই একেবারে গ্রামবাংলার প্রান্তিক স্তরে নামিয়ে আনতে চাইছে রাজ্য সরকার। তাই এবার সমস্ত অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেও স্মার্ট ক্লাস চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের স্মার্ট ক্লাস কেমন হবে?
প্রশ্ন হল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যে স্মার্ট ক্লাস হবে সেখানে কেমন ব্যবস্থা থাকবে? জানা যাচ্ছে,এই অঙ্গনওয়াড়ি (Anganwadi) কেন্দ্রগুলির স্কুলে থাকবে টিভি, ডিসপ্লে বোর্ড, খেলার সামগ্রীসহ আরও একাধিক ব্যবস্থা। জানা যাচ্ছে, খুদে পড়ুয়াদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের প্রতি আকর্ষণ বাড়াতে এই পদক্ষেপ করা হচ্ছে।
অঙ্গনওয়াড়ি (Anganwadi) কেন্দ্রে মিড–ডে মিলের ব্যবস্থার সাথেই থাকছে আধুনিকতার ছোঁয়া। মনে করা হচ্ছে আধুনিকতার এই ছোঁয়া পেলেই কমবে স্কুলছুট। একইসাথে প্রাথমিক শিক্ষা শেষ করে আগ্রহ বাড়বে উচ্চ–প্রাথমিক শিক্ষায়। শুধু তাই নয় জানা যাচ্ছে সব অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতগুলিই এই বিদ্যুৎ বিল মেটাবে বলে খবর।
শিশুরাই আমাদের দেশের ভবিষ্যৎ। পড়াশোনার প্রতি খুদে পড়ুয়াদের আগ্রহ বাড়াতে এবার থেকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতেই শিক্ষামূলক অনুষ্ঠান দেখাতে টিভি দেখার ব্যবস্থা করা হবে। একইসাথে থাকছে আধুনিক ডিসপ্লে বোর্ডের ব্যবস্থাও। এছাড়াও খুদে পড়ুয়াদের খেলার জন্যও নানা সামগ্রীর ব্যবস্থা থাকছে। এছাড়াও দিন অনুযায়ী দেওয়ালে লেখা থাকবে খাবারের তালিকা। যা আনন্দ দেবে শিশু পড়ুয়াদের মনকে।
আরও পড়ুন: রাজ্যে তৈরী হবে নতুন কলেজ? যা বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু…
জানা যাচ্ছে, প্রত্যেক জেলাতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে। কোচবিহারের জেলাশাসক অরবিন্দকুমার মিনা জানিয়েছেন , ‘শিক্ষার ভিত সুদৃঢ় করতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির পরিকাঠামো উন্নয়নের জন্য বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।’ একইসাথে তিনি জানিয়েছেন, সব ঠিক থাকলে মার্চ মাসেই প্রথম ধাপের কিছু অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামোগত উন্নয়ন হবে। তারপর ধাপে ধাপে বাকি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিরও পরিকাঠামো উন্নয়নের কাজ শুরু হবে।
নবান্ন সূত্রে খবর প্রত্যেকটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের পরিকাঠামো উন্নয়নে প্রায় ৩০ হাজার টাকা করে ব্যয় করা হবে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে স্মার্ট ক্লাস চালু করার এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শিক্ষাবিদরা। জানা যাচ্ছে, পঞ্চদশ অর্থ কমিশনের টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির আর্থিক খরচ করা হবে।