বাংলা হান্ট ডেস্কঃ আরজিকর কান্ডের জেরে রাতারাতি তৃণমূলের নেতা শান্তনু সেনের (Santunu Sen) নিরাপত্তা প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। রাজ্যের শাসক দলের সদস্য হওয়ার সত্বেও আরজিকর কান্ডের পর সুর চড়িয়েছিলেন শান্তনু (Santunu Sen)। তারপরেই তৃণমূল সরকারের রোষের মুখে পড়েন এই প্রাক্তন তৃণমূল সাংসদ। এরপর বৃহস্পতিবার থেকেই এই দিন প্রাক্তন তৃণমূল সংসদের নিরাপত্তা তুলে নেওয়া হয়েছে।
শান্তনু সেনের (Santunu Sen) নিরাপত্তা প্রত্যাহার করল রাজ্য
এতদিন তাঁর নিরাপত্তার দায়িত্বে ছিলেন দুই পুলিশ কর্মী। আগেই মেডিক্যাল কাউন্সিল থেকে সরকারি প্রতিনিধি শান্তনু সেনকে (Santunu Sen) সরাতে স্বাস্থ্যসচিবকে চিঠি দিয়েছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিলের সভাপতি তথা তৃণমূলের বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। সে সময় শান্তনু সেনও পাল্টা স্বাস্থ্যসচিবকে চিঠি লিখেছিলেন।
এসবের মধ্যেই এবার এই তৃণমূল নেতার নিরাপত্তা ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। যদিও এখনই এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি শান্তনু সেন। তবে তৃণমূলের মুখপাত্র থেকে সরিয়ে দেওয়ার পর পদ হারিয়ে কিছুটা আফসোসের সুর শোনা গেল তাঁর গলায়। প্রসঙ্গত আরজিকর কান্ডের পর পদ হারিয়েও নিজের মন্তব্যে অনড় ছিলেন শান্তনু।
আরও পড়ুন: RG Kar-র তরুণী চিকিৎসকের ময়নাতদন্ত নিয়ে একাধিক প্রশ্ন! এবার ডাক্তারের সাক্ষ্য নিল আদালত
তাঁর স্পষ্ট দাবি ছিল, ‘আমি আগেও যা বলেছি,এখনও তাই বলবো। স্বাস্থ্য এত উন্নতি করার পরেও স্বাস্থ্য দফতরের সব খবর মুখ্যমন্ত্রীর কাছে যায় না। তবে প্রথম দিনের তৃণমূলের অনুগত কর্মী হিসেবে আগে যেমন কোনও সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছি, আজও এই সিদ্ধান্ত শিরধার্য।’