ঠেলার নাম বাবাজি! বিচারপতি গাঙ্গুলির নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের মামলা তুলে নিল রাজ্য

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশকে চ্যালেঞ্জ করে পুরসভার নিয়োগ দুর্নীতির (Municipality Recruitment Scam) মামলা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) গিয়েছিল রাজ্য। তবে এবার সেই মামলাই সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিল রাজ্য সরকার। যেই মামলা নিয়ে এত শোরগোল বঙ্গ জুড়ে, সেই মামলাই কেন হঠাৎ তুলে নিল রাজ্য?

প্রসঙ্গত, সম্প্রতি এই মামলা নিয়ে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চের প্রশ্নের মুখে পড়ে রাজ্য। কিভাবে একই মামলা একই সঙ্গে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে এবং সুপ্রিম কোর্টে চলছে সেই নিয়ে প্রশ্ন তোলা হয়। এরপরই চাপে পড়ে রাজ্য জানিয়েছিল, শীঘ্রই তারা এই মামলাটি সুপ্রিম কোর্ট থেকে তুলে নেবে।

সেই মতোই পুরসভার নিয়োগ দুর্নীতি সংক্রান্ত রাজ্যের মামলাটি শীর্ষ আদালত থেকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বঙ্গের নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুরসভায় দুর্নীতিরও হদিস পান গোয়েন্দারা। এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায় পুরনিয়োগ সংক্রান্ত মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যায় রাজ্য। পরে ঘটনাক্রমে এজলাস বদলে পুরসভার মামলা সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যায়। তবে তিনিও এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। বর্তমানে মামলাটি কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন। বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে মামলাটি চলছে।

supreme court

তবে বিপত্তি ঘটে অন্য জায়গায়। মামলাটি যে একইসঙ্গে সুপ্রিম কোর্টেও রয়েছে তা রাজ্যের তরফে হাইকোর্টে জানানো হয়নি। গত বৃহস্পতিবার এই নিয়ে রাজ্যকে প্রশ্ন করেন বিচারপতি চক্রবর্তী। সূত্রের খবর, রাজ্য নয় সেদিন এজলাসে দুই বিচারপতির বেঞ্চেকে সুপ্রিম কোর্টের ব্যাপারে অবগত করেন ইডির আইনজীবী।

এরপরই বিচারপতি রাজ্যের কাছে জানতে চান, সুপ্রিম কোর্টে মামলা করার বিষয়টি ডিভিশন বেঞ্চকে কেন জানানো হয়নি। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তখন আদালতে জানিয়েছিলেন, রাজ্য শীর্ষ আদালত থেকে মামলাটি তুলে নেবে। সেই মতোই পুর নিয়োগ দুর্নীতি মামলাটি সুপ্রিম কোর্ট থেকে তুলে নেওয়া হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর