টিকা সংকট মেটাতে মোটা টাকায় ২ লক্ষ ডোজ ভ্যাকসিন কিনল রাজ্য

বাংলাহান্ট ডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনের পরই ঘোষণা করেছিলেন রাজ্যবাসীকে (west bengal) বিনামূল্যে করোনা টিকা দেওয়া হবে। সেইমত মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কেকে দায়িত্ব দিয়েছিলেন ৫ লক্ষ করোনা টিকার বরাত দেওয়ার জন্য। রাজ্য সরকারের থেকে বরাত পাওয়ারই রবিবার সকালে বিমান মারফত কলকাতায় নামল ২ লক্ষ কোভ্যাক্সিন (Covaxin)। ভ্যাকসিন সংকটে কিছুটা হলেও আশার আলো দেখল বঙ্গবাসী।

পূর্বেই স্বাস্থ্যদপ্তরের প্রধান সচিব নারায়ণস্বরূপ নিগম ভারত বায়োটেক এবং সেরাম ইনস্টিটিউটকে চিঠি লিখে জানিয়েছিলেন, ৫ লক্ষ করোনা টিকা রাজ্যে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে মজুত করে রাখার পরও অন্যান্য টিকা রাখার জায়গা থাকবে। পাশাপাশি রাজ্য কোল্ড চেন তৈরি করতে সফল হয়েছে। যার ফলে রাজ্যের যেকোন প্রান্তে সহজেই টিকা পৌঁছান সম্ভব।

covaxin 1620443020

বাংলায় ২ লক্ষ কোভ্যাক্সিনের ডোজ আসার পর কিছুটা আশার আলো দেখালেন প্রথম কোভ্যাক্সিন ডোজ গ্রহণকারীরা। মাঝে কিছুটা সংশয় তৈরি হয়েছিল, তাঁরা প্রথম ডোজ পেলেও দ্বিতীয় ডোজ আদৌও পাবেন কিনা। বর্তমানে সেই সংকট মুক্ত হওয়ার পাশাপাশি আরও কিছু মানুষ কোভ্যাক্সিনের প্রথম ডোজ নিতে সক্ষম হবেন। সংকটের দিন কিছুটা হলেও ঘুচবে।

২ লক্ষ কোভ্যাক্সিন ডোজ নিয়ে রবিবার সকাল পৌনে আটটা নাগাদ এয়ার ইন্ডিয়ার বিমানে কলকাতায় আসে। তারপর সেই ডোজ পুলিশি নিরাপত্তার মাধ্যমে বাগবাজার সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে পৌঁছায়। রাজ্যের কোষাগার থেকে মোটা অঙ্কের টাকার বিনিময়ে এই টিকা কিনল রাজ্য সরকার। মানুষকে দেওয়ার জন্য আজই এই টিকা রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে যাবে।

Smita Hari

সম্পর্কিত খবর