সদ্য বেড়েছে বেতন! রাজ্যের চিকিৎসকদের বিরুদ্ধে এবার কড়া ‘অ্যাকশনে’ স্বাস্থ্য দফতর

বাংলা হান্ট ডেস্কঃ গতবছর আরজি কর কান্ডের পর থেকেই রাজ্যের চিকিৎসা পরিকাঠামোকে ঢেলে সাজাতে ব্যাপক তৎপর রাজ্য (West Bengal) সরকার। কিছুদিন আগেই বেতন বেড়েছে চিকিৎসকদের। এবার রাজ্যের চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে উঠল একটি গুরুতর অভিযোগ। প্রসঙ্গত অনেকসময় দেখা যায় চিকিৎসকরা সরকারি হাসপাতালের পরিবর্তে রোগীদের নার্সিংহোমে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। এবার এই সমস্ত চিকিৎসকদের একাংশকে  চিহ্নিত করে করার জন্য প্রত্যেকটি জেলা এবং স্বাস্থ্য দপ্তরকে খোঁজ নিতে বলল রাজ্যের স্বাস্থ্যদপ্তর (Health Department)।

বিরাট নির্দেশ দিল রাজ্যের (West Bengal) দপ্তর

রাজ্যের (West Bengal) চিকিৎসকদের একাংশের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা নাকি সরকারি হাসপাতালের চেয়ে উন্নত পরিকাঠামোর কথা বলে রোগীদের বেসরকারি হাসপাতালে পাঠিয়ে দেন। বেসরকারি জায়গায় চিকিৎসা পরিকাঠামো-সহ সামগ্রিক পরিষেবা সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলা হয় রোগীর পরিজনদের কাছে। এবার এই সমস্ত চিকিৎসকদের চিহ্নিত করার নির্দেশ দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সম্প্রতি দক্ষিণ দমদম পুরসভার হাসপাতালের মেডিক্যাল অফিসার তথা চিকিৎসকের বিরুদ্ধে এমনই এক অভিযোগ উঠেছিল। অভিযুক্ত চিকিৎসককে ইতিমধ্যেই শোকজ করেছে পুরসভা। যদিও চিকিৎসক দীপক দাস সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।

কি ঘটেছিল?

জানা যাচ্ছে সংশ্লিষ্ট পুরসভার সাত নম্বর ওয়ার্ডের একজন মহিলা অন্তঃসত্ত্বা হওয়ার পর থেকেই চিকিৎসক দীপক দাসের কাছে চিকিৎসা করাচ্ছিলেন। তাঁর স্বামী পেশায় অটোচালক। ওই মহিলার প্রসবের সময় দেওয়া হয়েছিল, ১৮ জানুয়ারি। কিন্তু তিনি আচমকা অসুস্থ বোধ করায় ১৪ জানুয়ারি রাতে তাঁকে পুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: ৮ টি ধারায় মামলা! আদালতে আত্মসমর্পণ করলেন BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি, কোন মামলায়?

পরিবারের অভিযোগ, চিকিৎসক দীপক দাস নাকি তাঁদের বলেছিলেন, শিশু উল্টো দিকে রয়েছে। পুর হাসপাতালে তাঁর সিজার করা ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই তিনি একটি নির্দিষ্ট নার্সিংহোমে ওই অন্তঃসত্ত্বা মহিলাকে নিয়ে যাওয়ার প্রস্তাব দেন। ওই মহিলার স্বামী পুরো ঘটনা জানান স্থানীয় কাউন্সিলর ইন্দ্রজিৎ গুপ্তকে। তিনি পুরসভার সঙ্গে যোগাযোগ করেন। এরপরই অন্য একজন চিকিৎসক দিয়ে ওই প্রসূতির সিজার করানো হয়। জানা যাচ্ছে এই ঘটনার পর,অভিযুক্ত চিকিৎসককে শোকজ করে দিয়েছে পুরসভা।

Doctor

সূত্রের খবর, পুরসভা হাসপাতাল ছাড়াও জেলায় জেলায় সরকারি হাসপাতালেও চিকিৎসকের  একাংশের বিরুদ্ধে রোগীকে নার্সিংহোমে নিয়ে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়। নানাভাবে তাঁদের প্রভাবিত করার চেষ্টা করা হয়। জানা যাচ্ছে, এই সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখার জন্য প্রতিটি জেলায় নির্দেশ পাঠানো হয়েছে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর