চিনের ভাইরাস ভারতে! HMPV আক্রান্তের খোঁজ মিলতেই সতর্ক স্বাস্থ্য ভবন! কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে?

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ ২০২০ সালের করোনা অতিমারীর স্মৃতি এখনও টাটকা! এই ভাইরাস (Virus) হানার ফলে থমকে গিয়েছিল গোটা বিশ্ব। লকডাউনে কাটাতে হয়েছিল মাসের পর মাস। এরপর কয়েক বছর যেতে না যেতেই ফের উদ্বেগ বাড়াচ্ছে আরেকটি ভাইরাস! সম্প্রতি ভারতে খোঁজ মিলেছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস তথা HMPV আক্রান্তের খোঁজ। এরপরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য ভবন (West Bengal Health Department)।

কী কী ব্যবস্থা নিচ্ছে স্বাস্থ্য ভবন (West Bengal Health Department)?

জানা যাচ্ছে, বেঙ্গালুরুর হাসপাতালে চিকিৎসাধীন একটি শিশুর শরীরে এই ভাইরাস মিলেছে। ৮ মাসের ওই শিশুর শরীরে সংশ্লিষ্ট ভাইরাসের কোন স্ট্রেন ধরা পড়েছে সেটা এখনও পরিষ্কার হয়। তবে এই খবর প্রকাশ্যে আসতেই উদ্বেগ বাড়তে শুরু করেছে।

ইতিমধ্যেই চিনের বুকে এইচএমপিভি ভাইরাসের প্রকোপ দেখা গিয়েছে। ফলে ভারতে এক আক্রান্তের খোঁজ মিলতেই চিন্তায় পড়েছেন বহু মানুষ। অনেকের মনে আবার ফিরেছে করোনার স্মৃতি। ফের সেই এক পরিস্থিতি তৈরি হবে না তো? উঁকি দিয়েছে এই প্রশ্ন। সতর্ক রাজ্য স্বাস্থ্য দফতরও (West Bengal Health Department)।

আরও পড়ুনঃ মা-বাবার ভরণপোষণ না করলে হাতছাড়া হবে সম্পত্তি! এবার কড়া নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

চিনে একাধিক ব্যক্তি এইচএমপিভি ভাইরাসে (HMPV Virus) আক্রান্ত। তবে এদেশে আপাতত খুব বেশি আশঙ্কা নেই বলেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল। কেন্দ্রের তরফ থেকে দেশের অন্যান্য কোনও রাজ্যকেও অ্যাডভাইজারি দেওয়া হয়নি। সেই কারণে আপাতত রাজ্য স্বাস্থ্য দফতর কেবল নজরদারিই চালাচ্ছে। কোনও লিখিত অ্যাডভাইজারি জারি করা হচ্ছে না।

Swasthya Bhaban West Bengal Health Department

রিপোর্ট বলছে, স্বাস্থ্য ভবনের তরফ থেকে মূলত দু’টি বিষয়ের ওপর সরকারি হাসপাতালের ডাক্তারদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। প্রথমত, সংশ্লিষ্ট ভাইরাসে আক্রান্তের সংখ্যা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে কিনা এবং দ্বিতীয়ত, ওই ভাইরাস আক্রান্তের অসুস্থতা কিংবা উপসর্গের মধ্যে গত কয়েক বছরের তুলনায় নতুন কোনও অস্বাভাবিকতা রয়েছে কিনা।

চিনের বুকে এইচএমপিভি ভাইরাসের প্রকোপ প্রসঙ্গে স্বাস্থ্য ভবনের (West Bengal Health Department) আধিকারিকদের একাংশের দাবি, সেখানে এর নেপথ্যে কোন স্ট্রেন দায়ী সেই বিষয়ে কোনও খবর নেই। এমতাবস্থায় আক্রান্তের নমুনা সংগ্রহ করে স্ট্রেন পরীক্ষা করা হলেও সেটি চিন থেকে এসেছে কিনা সেটা জানার উপায় নেই। সেই কারণে আপাতত স্রেফ নজরদারি করছে রাজ্য স্বাস্থ্য দফতর। পরিস্থিতি যাতে কোনও বড় আকার না নেয়, সেদিকে নজর রাখা হচ্ছে।

Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর

X