২০ লাখ জরিমানা! এবার কড়া শাস্তির মুখে ‘এই’ ডাক্তাররা! বড় সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকে একাধিকবার চর্চার কেন্দ্রে উঠে এসেছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা। এবার যেমন ৩১ জন চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল। সোজা ২০ লক্ষ টাকার জরিমানা করল রাজ্য স্বাস্থ্য দফতর (West Bengal Health Department)। কার্যত নজিরবিহীন এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে জোর চর্চা।

  • ৩১ চিকিৎসকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্যের (West Bengal Health Department)!

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকদের (Senior Resident Doctors) বদলির আদেশ বেরোলেও তাঁরা সেটা মানতে চাননি। এর পরিবর্তে তাঁরা ওই মেডিক্যাল কলেজেই ডিউটি করতে থাকেন। সেই কারণে এবার তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হল। জানা যাচ্ছে, স্বাস্থ্য দফতরের নজরে আরও ২৫ জন ডাক্তার রয়েছেন।

রিপোর্ট বলছে, রাজ্যের যে কোনও সরকারি মেডিক্যাল কলেজ (Medical College) থেকে এমএস এমডির মতো ডাক্তারির স্নাতকোত্তর পড়তে গেলে পড়ুয়াদের একটি বন্ডে একটি স্বাক্ষর করতে হয়। এর শর্ত অনুযায়ী, পাশ করার পর ৩ বছর সরকারি পরিষেবার মধ্যে যুক্ত থাকতে হয় তাঁদের। এর মধ্যে প্রথম বছর সংশ্লিষ্ট ডাক্তারি পড়ুয়া যেখান থেকে স্নাতকোত্তর পড়ছেন সেখানে পরিষেবা দেবেন। পরের ২ বছর তাঁকে অন্য জায়গায় বদলি করা হবে।

আরও পড়ুনঃ নিয়োগের ৬ মাসের মধ্যে…! সরকারি চাকরি নিয়ে এবার বড় নির্দেশ দিয়ে দিল সুপ্রিম কোর্ট

ওই চিকিৎসককে স্টেট জেনারেল, জেলা, সুপার স্পেশ্যালিটি, মহকুমা হাসপাতাল যে কোনও জায়গায় বদলি (Transfer) করা হতে পারে। এবার কেউ যদি এই নিয়ম না মানেন সেক্ষেত্রে তাঁকে জরিমানা করা হতে পারে। ওই ৩১ সিনিয়র রেসিডেন্ট চিকিৎসকের ক্ষেত্রে সেটাই হয়েছে। জানা যাচ্ছে, একটানা ৩ বছর ওই ডাক্তাররা নির্দেশ পালন করেননি। সেই কারণেই এবার কড় পদক্ষেপের পথে হেঁটেছে রাজ্য স্বাস্থ্য দফতর।

West Bengal Health Department fine to 31 doctors

এদিকে ডাক্তারদের একাংশের আবার দাবি, সংশ্লিষ্ট হাসপাতালের তরফ থেকে রিলিজ না দেওয়ার কারণেই তাঁরা নতুন জায়গায় যোগ দিতে পারেননি। এদিকে একই মেডিক্যাল কলেজে ডাক্তারদের দীর্ঘদিন থাকা নিয়ে বহু সময় ধরেই চর্চা চলছে। এবার এই ৩১ ডাক্তারের বিরুদ্ধে বদলির আদেশ অমান্য করার অভিযোগ ওঠার পর ফের একবার এই নিয়ে আলোচনা শুরু হয়েছে। স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) কড়া পদক্ষেপ কার্যত সাড়া ফেলে দিয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর