বিরাট কড়াকড়ি! নার্সদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন

বাংলা হান্ট ডেস্কঃ নার্সদের উদ্দেশ্যে কড়া নির্দেশিকা জারি করল রাজ্যের স্বাস্থ্য ভবন (West Bengal Health Department)। আগেই অবশ্য চিকিৎসকদের উদ্দেশ্যেও আলাদা নির্দেশিকা জারি করা হয়েছে। বহু সরকারি হাসপাতালে চিকিৎসকদের পাশাপাশি নার্সদের খারাপ ব্যবহার নিয়েও অভিযোগ করেছেন বহু রোগীর পরিবার। এবার এই অভিযোগকে সামনে রেখেই রোগী এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে নার্সদের কেমন আচরণ করা উচিত? তা নিয়ে একটি নির্দেশিকা প্রকাশ করেছে স্বাস্থ্য ভবন।

নার্সদের জন্য একগুচ্ছ নির্দেশিকা জারি করল স্বাস্থ্য ভবন (West Bengal Health Department)

ইতিমধ্যেই সেই নির্দেশিকা নিয়ে রাজ্যের নার্সদের মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ওই নির্দেশিকায় স্বাস্থ্য ভবনের (West Bengal Health Department) পক্ষ থেকে জানানো হয়েছে নার্সরা রোগীর সেবার কাজে জড়িত। তাই রোগীর সেবা করার সময় রোগী এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করা একজন নার্সের কর্তব্যের মধ্যেই পড়ে। রোগী এবং তার পরিবারের সাথে যদি কোনো নার্স খারাপ ব্যবহার করেন, কিংবা রোগীর কোনো অযত্ন করেন তাহলে তাঁর বিরুদ্ধে এবার থেকে কড়া পদক্ষেপ নেওয়া হবে।

নানা পর্যায়ে প্রশিক্ষণ নিয়ে এবং মানুষের পাশে সব সময় থাকার শপথ নিয়েই এই জীবিকা শুরু করেন নার্সরা। সেকথাও এই নির্দেশিকার তাদের আরও  একবার মনে করিয়ে দেওয়া হয়েছে। কিছুদিন আগেই মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইন দেওয়ায় মৃত্যু হয়েছিল প্রসূতির। ওই ঘটনার পর অসুস্থ হয়ে পড়েছিলেন আরও চারজন প্রসূতি। মেদিনীপুরের স্যালাইন কাণ্ডের পর থেকেই নড়েচড়ে বসেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই ঘটনার পর সবাইকে কড়া বার্তা দিতে ইতিমধ্যেই মোট ১১ জন চিকিৎসককে সাসপেন্ড করা হয়েছে। সেই রেশ ধরেই এবার নার্সদের উপরেও বাড়ানো হলো বাড়তি চাপ।

স্বাস্থ্য ভবনের (West Bengal Health Department) নির্দেশিকায় মোট চারটি বিষয়ের উল্লেখ করা হয়েছে। যা নার্সদের কর্ম ক্ষেত্রে সবসময় মনে রাখতে বলা হয়েছে। প্রথমত ভালো আচরণ, দুই সহানুভূতিশীল ব্যবহার, তিন নমনীয় কথাবার্তা এবং চার রোগীর সেবায় নিজেকে উৎসর্গ করা। রাজ্যের অধিকাংশ সরকারি কলেজ হাসপাতাল গুলিতেই নার্সদের আচরণ নিয়ে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: ‘ভিসেরা রিপোর্ট না আসলেও,কি করে…?’ সঞ্জয়ের আইনজীবীর প্রশ্ন ঘিরে হৈচৈ

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর পরিবারের মধ্যে আবেগের একটা বিষয় থাকে। তাদের মধ্যে তখন ভয়,আতঙ্ক সব মিলিয়ে সংবেদনশীল পরিস্থিতি তৈরী হয়। তাই তাদের বিষয়টি মানবিকতার সাথে দেখা উচিত। ইতিমধ্যেই একাধিক অভিযোগ জমা পড়েছে স্বাস্থ্য ভবনে (West Bengal Health Department)। তাই এবার নার্সদের জন্য সরাসরি এমন নির্দেশিকা জারি করা হল।

Government of West Bengal Health Department

অনেক সময় দেখা যায় নার্সদের উদ্যোগে অনেক কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন রোগীরা। কখনও আবার রোগীর অবস্থা খারাপ হতে থাকলে নার্সরা গিয়েই চিকিৎসকদের ডেকে আনেন। কাজের এই পরিবেশ যাতে সমস্ত সরকারি হাসপাতালে বজায় থাকে সে বিষয়ে এবার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। যদিও এপ্রসঙ্গে নার্স সংগঠন ‘নার্সেস ইউনিটি’র পক্ষ থেকে ভাস্বতী মজুমদার জানিয়েছেন, ‘রোগীর পরিষেবায় অঘটনের জন্য নার্সদের দায়ী করা ঠিক নয়। ব্যবহারের প্রসঙ্গ উল্লেখ করে রোগীদের কাছে নার্সদের গ্রহণযোগ্যতা কমিয়ে দিলে রোগী পরিষেবা উন্নত হবে না।’ এছাড়া  যারা সঠিক ব্যবহার করার কথা বলছেন তারা কি ব্যবহার করেন? সেই প্রশ্নও তুলেছেন তিনি। 

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর