বাংলা হান্ট ডেস্কঃ আগামী মাসেই শুরু হয়ে যাচ্ছে রাজ্যের উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষা। বিগত কয়েক বছরে রাজ্যে উচ্চ-মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ‘মুখ পুড়েছিল’ রাজ্যের শিক্ষা দপ্তরের। তাই প্রশ্ন ফাঁস হওয়া ঠেকাতে অত্যাধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হয়েছে আগেই। একইসাথে প্রতিটি পদক্ষেপে অবলম্বন করা হচ্ছে বাড়তি সতর্কতা। তাই পরীক্ষা শুরুর আগেই এবার আরও কড়া পদক্ষেপ নিল উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ। জানা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার পর এবার উচ্চ-মাধ্যমিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও অবলম্বন করা হচ্ছে বাড়তি সতর্কতা।
উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আরও সতর্ক সংসদ
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর চলতি বছরের উচ্চ-মাধ্যমিক (Higher Secondary) পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট এবার সরাসরি খোলা হবে পরীক্ষার্থীদের সামনেই। যদিও এতদিন পর্যন্ত নিয়ম ছিল পরীক্ষার প্রশ্নপত্রের প্যাকেট খোলা হবে প্রধান শিক্ষকের ঘরে। তারপর সেই প্রশ্ন বিতরণ করা হতো বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ঘরে। পরীক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা এই প্রশ্নপত্র বিতরণের কাজ করতেন।
আরও পড়ুন: ১ লক্ষ ৬৪ হাজার কোটি টাকা.., খরচের হিসেব তুলে ধরে কি বার্তা মমতার?
নিয়মমাফিক প্রত্যেকবার পরীক্ষা শুরুর আধঘন্টা আগেই প্রশ্নপত্র খোলা হয়। যার ফলে পরীক্ষা শুরুর আগেই প্রশ্নপত্রের ছবি বেরিয়ে যাওয়ার আশঙ্কা থাকতো। এবার সেই নিয়মে বদল আনতে চলেছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ।
আধ ঘন্টার মধ্যেও যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তাই এবার প্রত্যেক পরীক্ষা কেন্দ্রে ছাত্রছাত্রীদের সামনেই প্রশ্নপত্রের প্যাকেট খোলার সিদ্ধান্ত নিয়েছে সংসদ। এবার থেকে সিল করা প্রশ্নপত্র একেবারে সোজা ঢুকবে পরীক্ষার কেন্দ্রের ঘরগুলিতে। এরফলে পরীক্ষা শুরুর আগে বাড়তি সর্তকতার সঙ্গেই প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করা সম্ভব হবে বলেই মনে করছেন সংসদ আধিকারিকরা।
প্রসঙ্গত আগামী বছর থেকে রাজ্যে উচ্চ-মাধ্যমিক পরীক্ষায় সেমিস্টার পদ্ধতি চালু হবে। তাই ২০২৫ সালে শেষবারের মতো পুরনো পাঠক্রম অনুযায়ী উচ্চ-মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন পড়ুয়ারা।