পোশাক খুলে ‘হট নাচ’ দেখানোর আবদার! শিল্পীদের কুপ্রস্তাব সাথে মারধোর, গ্রেফতার ২

বাংলা হান্ট ডেস্কঃ জামা খুলে নাচ! যাকে বলে একেবারে ‘হট নাচ’। সম্প্রতি মেদিনীপুরের একটি ক্লাবের তরফে এমনই কুরুচিকর প্রস্তাব দেওয়া হয়েছিল নৃত্যশিল্পীদের। একেবারে জামা কাপড় খুলে নাকি ‘হট নাচ’ দেখাতেই হবে বাংলার (West Bengal) শিল্পীদের। লোকজনের সামনে এমন অশ্লীল নাচ করার আবদার শুনেই প্রতিবাদ করে উঠছিলেন শিল্পীরা।

বাংলার (West Bengal) শিল্পীদের জামা খুলে ‘হট নাচ’ দেখানোর কুপ্রস্তাব

আর গতারপরেই জুটল বেধড়ক মারধর। এমনকি ছাড় পাননি মহিলা শিল্পীরা। অভিযোগ জামাকাপড় খোলানোর জোর-জবরদস্তিও করা হয়েছে শিল্পীদের সাথে। অনুষ্ঠান করতে গিয়ে এবার এমনই হেনস্তার শিকার নৃত্যশিল্পীরা। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে পশ্চিমবঙ্গের (West Bengal) পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন একটি ক্লাবের বিরুদ্ধে।

এদিন নন্দকুমারের ‘সোনার বাংলা’ ক্লাবে একটি বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই হাজির হয়েছিলেন শিল্পীরা। কিন্তু অভিযোগ, এদিন অনুষ্ঠান শেষ  হয়ে যাওয়ার পরেও তাঁদের জোর করে আটকে রাখা হয়েছিল। শুধু তাই নয় জোর করা হয় পোশাক খুলে ‘হট নাচ’ দেখানোর জন্য।

আরও পড়ুন: আবার ষড়যন্ত্র হচ্ছে! জম্মু ও কাশ্মীর ইস্যুতে ‘অ্যাকশন মোডে’ মোদি-শাহ

চাপ দেওয়া হয়  জামা কাপড় খুলে নাচতেই হবে কিন্তু এমন অশ্লীল আবদার শুনে ক্ষোভে  ফেটে পড়েন শিল্পীরা এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন নৃত্যশিল্পী জানিয়েছেন, ‘তিন ঘন্টার অনুষ্ঠান ছিল কিন্তু ৫ ঘন্টা আমাদের জোর করে ধরে রাখা হয়েছিল। তারপর হঠাৎ আমাদের আশ্লীল  নাচ করার জন্য জোরজবরদস্তি করা হয়। প্রতিবাদ করায় লোকজন আমাদেরকে উল্টে মারধর শুরু করে দেয়.ছাড় পাননি মহিলারাও।’

West Bengal

এর পরেই শিল্পী সংগঠন বি এস এফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করেন শিল্পীরা। তারপর নন্দকুমার থানার পুলিশ নৃত্যশিল্পীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। জানা যাচ্ছে শিল্পীরা ইতিমধ্যেই থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ জমা পড়তেই ইতিমধ্যে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর