জেলার কাছে মুখ লুকালো তিলোত্তমা, উচ্চমাধ্যমিকে সেরার শিরোপা কোচবিহারের

বাংলাহান্ট ডেস্ক: অপেক্ষার অবসান। অবশেষে পরীক্ষার মাত্র ৪৪ দিনে ফল প্রকাশ হল উচ্চমাধ্যমিক পরীক্ষার। আজ সকাল ১১ টায় আনুষ্ঠানিকভাবে রেজাল্ট ঘোষণার সংবাদ সম্মেলন শুরু হয়। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জিত ভট্টাচার্য্য আজ সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করেন। বেলা ১২ টা থেকে অনলাইনে wbresults.nic.in ফলাফল দেখতে শুরু করে পরীক্ষার্থীরা।

জানা গিয়েছে, এবার উচ্চমাধ্যমিকে এক থেকে ১০ মধ্যে আছে ২৭২ জন। ১৪৪ জন ছাত্রের পাশাপাশি মেধা তালিকায় ঠাঁই পেয়েছে ১২৮ জন ছাত্রী। তবে এবার উচ্চ মাধ্যমিকে ছাত্রের থেকে ছাত্রীর সংখ্যা অনেক বেশি ছিল। এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলের নিরিখে সবচেয়ে এগিয়ে আছে পূর্ব মেদিনীপুর জেলা। অন্যদিকে উচ্ছ্বসিত কোচবিহারবাসী কারণ মেধাতালিকায় ৪৯৮ পেয়ে প্রথম হয়েছে কোচবিহারের অদিশা দেববর্মণ। দিনহাটা সনিদেবী জৈন হাইস্কুলের পড়ুয়া। আর পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ ৪৯৭ পেয়ে দ্বিতীয় স্থান অধিকার করেছে। অন্যদিকে, তৃতীয় স্থানে রয়েছে চারজন। সেই তালিকায় রয়েছে কলকাতা পাঠভবন থেকে তৃতীয় রোহিত সেনের নাম। চতুর্থ স্থানে রয়েছেন মোট ৮ জন। এর পাশাপাশি, মোট ১১ জন পঞ্চম স্থান দখল করেছে ।ষষ্ঠ স্থানাধিকারীর সংখ্যা ৩২ । মেধাতালিকায় সপ্তম স্থানে ঠাঁই পেয়েছে ৩৭ জন।এছাড়া অষ্টম স্থান অধিকার করেছে মোট ৫৫ জন। আর নবম ও দশম স্থান অধিকার করেছে যথাক্রমে ৫৪ জন ও ৬৯ জন। তবে, এবারেও জেলার তুলনায় সাফল্যের দিক থেকে বিশেষ এগোতে পারল না কলকাতা।

Madhyamik Exam

প্রসঙ্গত উল্লেখ্য, এই বছর মোট পরীক্ষা দিয়েছিল ৭,২০,৮৬২ জন। তার মধ্যে পাশ করেছে ৬,৩৬,৮৭৫ জন। অর্থাৎ পাসের হার ৮০.৪৪ শতাংশ। ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের উপর। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাসের হার রীতিমতো নজরকাড়া। ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিকে সফল পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে শুভেচ্ছাবার্তা জানান তিনি।


Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর