২৬ বছর পর কাটছে জট…

বাংলা হান্ট ডেস্কঃ ২০২৫ সালে এসে অবশেষে খুলতে চলেছে নিয়োগের জট। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে ১৯৯৮ সালের পর অর্থাৎ দীর্ঘ ২৬ বছর পর রাজ্যে (West Bengal) আইসিডিএস (ICDS) সুপারভাইজার নিয়োগ নিয়ে এবার সুখবর আসতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজ্যে ১৯৯৮ সালের পর এই সংক্রান্ত পদে পরবর্তী নিয়োগ প্রক্রিয়া ২০১৯ সাল নাগাদ শুরু হয়। সেই বছর ৩৪৫৮টি আইসিডিস সুপারভাইজার শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ২০১৫ সালে এক নির্দেশিকা জারি করে কেন্দ্র সরকার জানায় মোট শূন্যপদের ৫০% পদে অঙ্গনওয়াড়ির কর্মী থেকেই পদোন্নতির ভিত্তিতেই নিয়োগ করতে হবে রাজ্যকে। তবে কেন্দ্রের সেই নির্দেশিকা মানা হয়নি বলে অভিযোগ ওঠে।

রাজ্য ৫০% পদের বদলে অঙ্গনওয়ারির কর্মীদের জন্য শুধমাত্র ৪২২ টি শূন্যপদ রেখে বাকি ৩০৩৬ শূন্যপদে সরাসরি নিয়োগ প্রক্রিয়া শুরু করে দেয়। বিজ্ঞপ্তি জারি হয়। এই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ জানিয়েই বেশ কিছুজন অঙ্গনওয়াড়ির কর্মী হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা করেন।

হাইকোর্টে মামলা উঠলে বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ ছিল এবিষয়ে কেন্দ্রের জারি করা নির্দেশিকা যথাযত মেনেই রাজ্যকে নিয়োগ করতে হবে। এদিকে সিঙ্গেল বেঞ্চের এই রায়ের বিরোধিতা করে সরাসরি ডিভিশন বেঞ্চে যায় পশ্চিমবঙ্গ সরকার। দায়ের হয় মামলা।

calcutta high court 3

আরও পড়ুন: একধাক্কায় ৪ ডিগ্রি তাপমাত্রা নামবে দক্ষিণবঙ্গে! সাথেই ঝেঁপে বৃষ্টি? আবহাওয়ার খবর

শুক্রবার বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে এই মামলা উঠলে সিঙ্গল বেঞ্চের রায়ই বহাল রাখে হাইকোর্ট (Calcutta High Court)। আইসিডিএস সুপারভাইজার নিয়োগ সংক্রান্ত মামলায় একক বেঞ্চের রায়েই সমর্থন জানিয়েছে ডিভিশন বেঞ্চ। ফলত এবারে নিয়োগের জট কাটতে পারে বলেই আশা করা হচ্ছে।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর