রেশনের পর জঙ্গলও চুরি! জ্যোতিপ্রিয়র ভয়ঙ্কর দুর্নীতির হদিশ! বনে অট্টালিকা নির্মাণ

বাংলা হান্ট ডেস্ক: খাদ্যমন্ত্রী থাকাকালীন শুধু রেশন দুর্নীতি (Ration Scam) নয়, বনমন্ত্রী হওয়ার পর বন ‘চুরি’র অভিযোগ উঠল জ্যোতিপ্রিয় মল্লিকের (Jyotipriya Mallick) বিরুদ্ধে!

জানা যাচ্ছে, মূর্তিতে জঙ্গল লাগোয়া এলাকায় একাধিক রিসর্টে নির্মাণ চলছে। নাগরাকাটায় জঙ্গলের পাশে কাঠের বাড়ি গড়ে তুলে শুরু হয়েছে বিলাসবহুল হোম স্টে (Home Stay)। রাজা ভাতখাওয়ার জঙ্গলে ‘কোর’ এলাকায় শুরু হয়েছে নির্মাণ। গরুমারায় জঙ্গল ঘেঁষে হোটেলে মধ্যরাত পর্যন্ত ডিজে বাজিয়ে চলছে উৎসব। আর এই সমস্ত অভিযোগ তুলে পরিবেশকর্মীরা প্রশ্ন তুলছেন, জঙ্গল লাগোয়া বা ‘কোর’ এলাকা ঘেঁষে হওয়া নির্মাণের ছাড়পত্র দেওয়া হল কীভাবে?

আরও অভিযোগ, গরুমারা, লাটাগুড়ি, চাপরামারি জঙ্গলের পাশে থাকা রিসোর্টে রাতভর শব্দ তাণ্ডব চলে। রঙিন আলোর খেলা চললেও বনদপ্তর অভিযোগ করে না কেন? বনদপ্তর ছাড়পত্র দেওয়ার ব্যাপারে বিধি মানার দাবি করলেও বিরোধীরা এই ঘটনায় তৃণমূলের (TMC) যোগ দেখছে।

সম্প্রতি সুপ্রিম কোর্টের (Supreme Court) নির্দেশে পরিবেশের পক্ষে স্পর্শকাতর অর্থাৎ ইকো সেনসিটিভ জোন (Sensitive Zone) ঘোষণা করার প্রস্তুতি শুরু হয়েছে। কিন্তু জলপাইগুড়িতেই সেই সমস্ত স্পর্শকাতর এলাকায় নাকি নির্মাণের কাজ চলছে বলে অভিযোগ।

FOREST IN INDIA

এই নিয়ে পরিবেশপ্রেমী সংগঠন ন্যাফের মুখপাত্র অনিমেষ বসু বলেন, ‘দীর্ঘদিন ধরে জঙ্গল লাগোয়া এমনকী, জঙ্গলের জমিতে নির্মাণ কাজ চলছে। স্থানীয় রাজনৈতিক নেতা বাহুবলী, মাফিয়াদের দৌলতে এবং প্রশাসনিক ব্যর্থতায় জঙ্গলের জমি লুট হচ্ছে।’ উল্লেখ্য, বর্তমান রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে খাদ্যমন্ত্রী (Food Minister) থাকাকালীন রেশন বণ্টনে ভয়ঙ্কর দুর্নীতির অভিযোগ উঠেছে। বর্তমানে তাঁকে সেই মামলায় গ্রেফতার করেছে ইডি। বালু-কি তাহলে বনমন্ত্রী (Forest Minister) থাকাকালীনও বিভিন্ন এই ধরনের দুর্নীতিতে জড়িত? প্রশ্ন উঠছে।

Avatar
Monojit

সম্পর্কিত খবর