শিল্প ও কর্মসংস্থানে পিছিয়ে বাংলা, তবে বেকারত্ব কমেছে ৪৫ শতাংশ! বড় দাবি মুখ্যমন্ত্রীর

বাংলাহান্ট ডেস্ক : সামাজিক কল্যাণমূলক প্রকল্পে দেশের মধ্যে শ্রষ্ঠ বাংলা (West Bengal)। সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকার। কিন্তু এত কিছুর পরও নতুন শিল্প ও কর্মসংস্থান সৃষ্টিতে কোথাও যেন পিছয়ে পড়ছে বাংলা। এই কথা আজ মেনে নিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। সেই খামতিকে পূরণ করতে তৃতীয়বার রাজ্যে ক্ষমতায় এসেই একাধিক পদক্ষেপ করেছে মমতা সরকার। এবার শিল্পের প্রসারের জন্য আইন তৈরি করে দরকারি জমি অধিগ্রহণের কথাও বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার টিটাগড়ের ওয়াগন কারখানার (Titagarh Wagons Ltd) ২৫ বছরের বর্ষপূর্তির অনুষ্ঠানে যোগ দিয়ে হিন্দুস্তান মোটরসের পরিত্যক্ত ৭০০ একর জমি অধিগ্রহণের কথা বললেন বাংলার মুখ্যমন্ত্রী।

জানা যাচ্ছে, বাংলায় প্রথমবার তৈরি হচ্ছে মেট্রোর কোচ। ইতালির সংস্থা তৈরি করবে এই কোচ। ওই কারখানায় তৈরি হবে প্যাসেঞ্জার কোচও। এদিন ভার্চুয়ালি সেই কারখানার উদ্বোধন করেন মমতা। সেই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়েই তিনি বললেন, ‘সামাজিক প্রকল্প আমরা অনেক করেছি। কিন্তু আমরা যেটা করতে পারিনি তা হল আরও নতুন করে অনেক-অনেক শিল্প এবং কর্মসংস্থান।’

তবে দেশে যখন ৪০ শতাংশ বেকারত্ব বেড়েছে, তখন এ রাজ্যে ৪৫ শতাংশ বেকারত্ব কমেছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। এরই সঙ্গে রাজ্যে ২০০টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, ৫২১টি ক্ষুদ্র ও কুটির শিল্প ক্লাস্টারও তৈরি হয়েছে। শিল্পক্ষেত্রে বিনিয়োগ হয়েছে প্রায় ১৫ লক্ষ কোটি টাকা। ভবিষ্যতে হুগলিতেও একাধিক শিল্প তৈরি হতে চলেছে বলে জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

হিন্দুস্তান মোটরসের প্রায় ৭০০ একর জমি পড়ে রয়েছে। বাম আমলে এই জমি দেওয়া হয় কোম্পানিকে। জমি পড়ে থাকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, বাম আমলে ওদের (হিন্দুস্তান মোটরস) ৭০০ একর জমি দিয়েছিল। কিন্তু তারা বিনিয়োগ করেছে চেন্নাইতে। তার ফলেই বাতিলের খাতায় পড়ে রয়েছে ৭০০ একর জমি।’ এবার এই জমি আইনি প্রক্রিয়ায় অধিগ্রহণ করা হবে বলেও জানান মমতা।

সঙ্গে সঙ্গেই তিনি রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে বলেন, ‘এই জমির ইতিহাস দেখে নাও। আইন করে রাজ্য এই জমির দখল নেবে। দরকারে আদালতে যাবে রাজ্য। আইনি লড়াই করবে। কোর্টকে বলবে, বেকারদের ছেলে মেয়েদের চাকরি দিতে চাই। তাই এই জমিতে শিল্প হবে।’ রাজ্যে আনাচে কানাচে এমন অনেক জমি পড়ে রয়েছে, সেখানেও নতুন করে শিল্প তৈরির করতে চান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Sudipto

সম্পর্কিত খবর