বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে দেশের সবথেকে আলোচিত ট্রেন হল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)। ইতিমধ্যেই রাজ্যে এই ট্রেনের সফর শুরু হয়েছে। আপাতত হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি পর্যন্ত চলাচল করছে এই ট্রেন। তবে, এবার একটি বড় তথ্য সামনে এসেছে। জানা গিয়েছে যে, রাজ্যে এবার দ্বিতীয় বন্দে ভারতের সফর শুরু হতে চলেছে। শুধু তাই নয়, সামনে এসেছে ওই ট্রেনের রুটের বিষয়টিও।
আগামী ১৪ এপ্রিল থেকে রাজ্যের দ্বিতীয় বন্দে ভারতের সফর শুরু হতে চলেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে এই ট্রেন চলবে গুয়াহাটি পর্যন্ত। এদিকে, এই ট্রেনের প্রসঙ্গে এবার একটি বিশেষ আবেদন জানিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ ডঃ জয়ন্ত কুমার রায়।
মূলত, জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত চলা এই বন্দে ভারত এক্সপ্রেস যাতে জলপাইগুড়ি রোড স্টেশনে স্টপেজ দেয় এই দাবি জানিয়েই জয়ন্ত কুমার রায় দ্বারস্থ হয়েছেন রেলমন্ত্রীর কাছে। পাশাপাশি, দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে তাঁর হাতে একটি চিঠিও তুলে দেন জলপাইগুড়ির বিজেপি সাংসদ। এমতাবস্থায়, তাঁর এই আবেদন মঞ্জুর হবে বলেও আশাবাদী তিনি।
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে গত ১৭ মার্চ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি রুটে দ্বিতীয় বন্দে ভারতের যাত্রার সূচনা করা হবে। এদিকে, ওই বিজ্ঞপ্তিটি স্বাক্ষর করেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের চিফ মেকানিকাল ইঞ্জিনিয়ার জ্যোতিন্দ্র দিগি। যদিও, ট্রেনটির উদ্বোধন গুয়াহাটি থেকে হবে নাকি নিউ জলপাইগুড়ি থেকে, সেই বিষয়ে এখনও কিছু স্পষ্টভাবে জানা যায়নি।
উল্লেখ্য যে, সম্প্রতি উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অংশুল গুপ্তা জলপাইগুড়ি রোড স্টেশন পরিদর্শনে এসে জানিয়েছিলেন নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চালানোর জন্য তাঁরা প্রস্তুত। এদিকে, আগামী ১৪ এপ্রিল গুয়াহাটি যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমতাবস্থায়, ওইদিনই এই বন্দে ভারতের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে। যদিও, এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর দফতর বা রেল মন্ত্রকের থেকে এখনও কিছু জানানো হয়নি।