বাংলাহান্ট ডেস্কঃ মদ্যপানের (alcohol) নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, আর দ্বিতীয় স্থানে দিদির রাজ্য বাংলা (west bengal)। শুনতে অবাক লাগলেও- এমনটাই জানাছে ICRIER এবং আইনি পরামর্শদাতা সংস্থা পিএলআর চেম্বার্সর সমিক্ষার ফলাফল।
মদ্যপান বলুন কিংবা সুরাপান, তা যেন এক স্বাভাবিক নিয়ম হয়ে দাঁড়িয়েছে। আর মদ্যপানের প্রতি মানুষ যে কতোটা আসক্ত তা, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে করোনা অতিমারির আবহ। এই সময় দীর্ঘদিন মদের দোকান বন্ধ থাকার পর, যেহারে মানুষের উপছে পড়া লম্বা লাইনের ভিড় দেখা গিয়েছিল, তা বোধ করি আর অন্য কোন সবজি কিংবা মুদি দোকানে সেই ভিড় কখনই চোখে পড়েনি।
একটা বা দুটো জায়গা নয়, গোটা রাজ্য জুড়েই দেখা গিয়েছিল এই একই চিত্র। এমনকি খাস কলকাতায় চাঁদনি চকের সামনে মদের দোকানের লাইন সামলে মোতায়েন করা হয়েছিল পুলিশ বাহিনী। পুলিশের ঠিক করে দেওয়া লাইন মেনেই, শারীরিক দূরত্ব বজায় রেখেই মদ কিনতে গিয়েছিলেন ক্রেতারা।
সেসবের হিসেবে দেখে গোটা দেশ জুড়েই এক যৌথ সমীক্ষা চালায় ICRIER এবং আইনি পরামর্শদাতা সংস্থা পিএলআর চেম্বার্স। আর তাঁদের সেই সমীক্ষার ফল বলছে, মদ্যপানের নিরিখে দেশের মধ্যে প্রথম স্থানে যোগীর রাজ্য উত্তরপ্রদেশ, আর দ্বিতীয় স্থানে দিদির রাজ্য বাংলা।
রিপোর্ট বলছে, বাংলায় প্রায় ১ কোটি ৪০ লক্ষ মানুষ মদপান করেন। যে কারণে এই বিভাগ থেকে একটা মোটা অংশ রাজস্ব চলে আসে সরকারের কোষাগারে। তবে সম্প্রতি সময়ে মদের দামের মডেল পরিবর্তন করায়, ইন্ডিয়ান মেড ফরেন লিকারের দামের কিছুটা পরিবর্তন হয়েছে। যার ফলে বিদেশী মদের বিক্রি কিছুটা কমলেও, মদ্যপান থেকে মুখ ফেরাননি কেউই।