পশ্চিমবঙ্গের বস্ত্র দপ্তরে নিয়োগের বিজ্ঞপ্তি, মাধ্যমিক পাশেই চাকরির সুযোগ

বাংলা হান্ট নিউজ ডেস্ক: রাজ্য সরকারের তরফ থেকে শীঘ্রই বস্ত্র দপ্তরে নিয়োগ শুরু হবে। সদ্যই সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থীরা মাধ্যমিক পাশ করে থাকলেই এই পদের জন্য যোগ্য বিবেচিত হবেন। নদীয়া জেলার কৃষ্ণনগর ব্লকে আর.কে.ভি.ওয়াই প্রকল্পের অধীনে এই নিয়োগ চলবে।

পদ: রেশম বন্ধু

নিয়োগ সংখ্যা: ১ জন

বেতন: প্রতি মাসে ৫০০০

বয়সসীমা: ১/১/২০২২ তারিখে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম মাধ্যমিক পাস, আইএসডি রেশম চাষ প্রশিক্ষণ (রেশম চাষী হওয়া বাধ্যতামূলক), স্মার্টফোন ব্যবহারে দক্ষতা

আবেদন পদ্ধতি: অফলাইন, ফর্ম ফিলাপের পর ফর্মে উল্লিখিত সমস্ত নথি ধুবুলিয়া রেশন কার্যালয়ে জমা দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪/০১/২০২২

নির্বাচন পদ্ধতি: ইন্টারভিউ (১৭/০১/২০২২, বেলা ১১ টা)

ইন্টারভিউ ভেন্যু: রেশম দপ্তর কার্যালয়, কৃষ্ণনগর, নদীয়া,

প্রয়োজনীয় নথি:
• আধার কার্ডের জেরক্স
• ভোটার
• মাধ্যমিক পাশ সার্টিফিকেট এবং এডমিট কার্ড
• জাতিগত শংসাপত্র
• ট্রেনিং সার্টিফিকেট
• জেলায় বসবাসের প্রামাণ্য নথি


Reetabrata Deb

সম্পর্কিত খবর