৪.৭৫ কোটি টাকা! অনিকেতদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! বোমা ফাটালেন জুনিয়র ডাক্তারদের একাংশ

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই প্রতিবাদে সরব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। এবার তাদের পাল্টা আরেকটি সংগঠন খুললেন জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) আরেকাংশ। শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে এই ঘোষণা করা হয়। একইসঙ্গে ক্ষোভ উগড়ে দেওয়া হয় অনিকেত মাহাতোদের বিরুদ্ধে। তিলোত্তমার বিচারের নাম করে ৪.৭৫ কোটি টাকা তোলা হয়েছে, অভিযোগ আনেন জুনিয়র চিকিৎসকদের নয়া সংগঠনের শ্রীষ চক্রবর্তী।

  • অনিকেতদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) একাংশের!

এদিন সাংবাদিক বৈঠকে আরজি করের (RG Kar Hospital) ইন্টার্ন শ্রীষ বলেন, ‘নির্যাতিতা দিদির বিচার চেয়ে আমরাই প্রথম আন্দোলন শুরু করেছিলাম। তবে আমরা কর্মবিরতি মানব না বলেছিলাম। রোগী পরিষেবা সচল রেখে আমরা আন্দোলন চালিয়ে যেতে চেয়েছিলাম। তখনই আমাদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতির অভিযোগ আনা হয়’।

এখানেই না থেমে শ্রীষ আরও বলেন, চাপ দিয়ে নিজেদের মতো করে তদন্ত কমিটি বানিয়ে আমাদের ৫৩ জনকে সাসপেন্ড করে দেওয়া হল। তাঁদের কেরিয়ার শেষ করে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছিল বলে দাবি করেন তিনি। জানা যাচ্ছে, আরজি কর হাসপাতালের যাদের বিরুদ্ধে হুমকি সংস্কৃতির অভিযোগ, হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে যারা সেখানে প্রবেশ করেছেন, মূলত তাঁরাই এই নতুন সংগঠন তৈরি করেছেন।

আরও পড়ুনঃ ৩০ নভেম্বর …! হাতে আর এক মাস সময়! ঝড়ের পরেই বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের শ্রীষ এদিন বলেন, হাইকোর্টের তরফ থেকে সাসপেন্ড করার সিদ্ধান্তে স্থগিতাদেশ দেওয়া হলেও অনিকেতরা তাঁদের কলেজে প্রবেশ করতে বাধা দেয়। শ্রীষের প্রশ্ন, ‘মুখ্যমন্ত্রীর সামনে আমাদের নামে বলা হয় নটোরিয়াস ক্রিমিনাল। নির্যাতিতা দিদির বিচারের নামে যারা ৪.৭৫ কোটি টাকা তুলেছে, তাঁরা নটোরিয়াস ক্রিমিনাল নয়?’

West Bengal Junior Doctors Association

এদিন জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) আন্দোলনের অন্যতম ‘মুখ’ অনিকেত-দেবাশিসদের বিরুদ্ধে অভিযোগ এনে শ্রীষ বলেন, ‘অনিকেত-দেবাশিসরা আসল ইস্যু থেকে সরে মূল আন্দোলনকে বেলাইন করার চেষ্টা করছে। প্রতিবাদ জানাতে গিয়ে আমরাই হুমকি সংস্কৃতির শিকার হয়ে গেলাম। তাই বাধ্য হয়ে আমরা নতুন সংগঠন গঠন করে মানুষকে সবটা জানাতে এলাম’।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর