১০ দফা অতীত! এবার ৮ দফা দাবিতে মুখ্যসচিবকে মেল জুনিয়র ডাক্তারদের নয়া সংগঠনের! কী বলা হয়েছে?

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর কাণ্ডের পর থেকেই প্রতিবাদে সরব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (Junior Doctors)। সম্প্রতি সেই সংগঠনের পাল্টা একটি নতুন সংগঠন আত্মপ্রকাশ করেছে। নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এবার তারাই ৮ দফা দাবিতে রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থকে মেল করলেন।

  • কী কী দাবি জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) নতুন সংগঠনের?

জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে রাজ্যের সামনে ১০ দফা দাবি রাখা হয়েছিল। এর মধ্যে বেশিরভাগ দাবিই মেনে নেওয়া হয়েছে। এবার জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকেও বেশ কিছু দাবি রাখা হল। রবিবার সন্ধ্যায় সেই ৮ দফা দাবি সামনে রেখে মুখ্যসচিবকে (Chief Secretary Mnaoj Pant) মেল করেছেন তারা। এর মধ্যে কয়েকটি দাবিতে জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে মিলে গিয়েছে।

ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের (West Bengal Junior Doctors Front) প্রথম দাবি ছিল আরজি করের নির্যাতিতার ন্যায়বিচার। জুনিয়র চিকিৎসকদের নয়া সংগঠনের তরফ থেকেও একই দাবি রাখা হয়েছে। সেই সঙ্গেই তাঁরা ডাক্তার, নার্স এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীদের সুরক্ষার দাবিও রেখেছেন তারা। পাশাপাশি রাজ্যের সকল মেডিক্যাল কলেজে যে যে অভিযোগ উঠেছে তার তদন্ত এবং রোগী পরিষেবায় পর্যাপ্ত পরিকাঠামোর কথাও বলা হয়েছে।

আরও পড়ুনঃ জেল থেকে বেরিয়েই কপাল পুড়ল কেষ্টর? ‘অনুব্রত গড়ে’ যা হল … ফাঁস হতেই তোলপাড়!

এছাড়া বাকি দাবিগুলিতে বলা হয়েছে, জুনিয়র ডক্টরস (Junior Doctors) ফ্রন্টের বিরুদ্ধে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে সেটার তদন্ত করা, কোনও মেডিক্যাল কলেজে যদি কারোর বিরুদ্ধে কোনও অভিযোগ ওঠে তাহলে এক পক্ষের বক্তব্য শুনে কাউকে শাস্তি না দেওয়া, রোগী কল্যাণ সমিতি, টাস্ক ফোর্স সহ কলেজ এবং রাজ্যস্তরের সব কমিটিগুলিতে অ্যাসোসিয়েশন এবং ফ্রন্টের সমান প্রতিনিধিত্ব রাখা।

West Bengal Junior Doctors Association

সেই সঙ্গেই নানান সরকারি পদে ডাক্তার-নার্স নিয়োগ করার ক্ষেত্রে অভিজ্ঞতার পাশাপাশি মেধাকেও সমান গুরুত্ব দেওয়ার দাবি জানিয়েছে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন। এছাড়াও জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনকে সংগঠনের স্বীকৃত দেওয়ার কথাও বলা হয়েছে। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) এই সংগঠনের মেলের প্রেক্ষিতে মুখ্যসচিবের তরফ থেকে কী জবাব আসে আপাতত সেদিকেই নজর সকলের।


Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর