কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়ার বিরাট বদল! কোথাও লাগামছাড়া বৃষ্টি, কোথাও বাড়বে তেজ

বাংলা হান্ট ডেস্ক: রোজই আবহাওয়ার মুড বদল। ফের জাঁকিয়ে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) জানিয়েছে, আবারও তুমুল বৃষ্টিতে ভিজবে গোটা রাজ্য। দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলার জন্য আগাম সর্তকতাও জারি হয়েছে।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল ঝড়-বৃষ্টি হতে দেখা দিতে পারে বলে পূর্বাভাস। বাঁকুড়া জেলাতে তুমুল ঝড় বৃষ্টি হতে পারে। পাশাপাশি বর্ধমান , পশ্চিম বর্ধমান , পুরুলিয়া , উত্তর ২৪ পরগনা , দক্ষিণ ২৪ পরগনা , হাওড়া , হুগলি বিভিন্ন জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

weather

যদিও দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমছে। কলকাতা সহ আশেপাশের বিভিন্ন এলাকায় হালকা বজ্র-বিদ্যু-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী কিছুদিন এরমই থাকবে আবহাওয়া। বজ্র-বিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস, দুই ২৪ পরগনা, হাওড়া ও হুগলিতে

আরও পড়ুন: ‘মুসলমান কা বাচ্চা হ্যায়, মারো, ও বড় হয়ে কী করবে…’, ফিরহাদের কথায় তোলপাড়

দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে আজ থেকে বাড়বে তাপমাত্রা। বজায় থাকবে আদ্রতাজনিত অস্বস্তি। ফলে নাজেহাল হবে দক্ষিণবঙ্গবাসী। নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টির বেশি পরিমাণে সম্ভাবনা। কোনও সতর্কতা (Alet) জারি করা নেই। বাকি সমস্ত জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।

আরও পড়ুন: অভিষেক কি ‘দ্বিতীয় মোদি’ হয়ে উঠলেন? সরাসরি বিদেশ থেকে আমন্ত্রণ পেলেন TMC নেতা, জোর গুঞ্জন রাজনীতিতে

অন্যদিকে ভারী বৃষ্টির সতর্কতা উত্তরবঙ্গের (North Bengal) একাধিক জেলায়। সোমবার কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টিপাত হতে পারে।
এছাড়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর