কেতুগ্রামে খুন তৃণমূল কর্মী, দুর্গাপুরে BJP বিধায়ককে ধাক্কা! ৪র্থ দফার শুরুতেই ফের অশান্ত বাংলা

বাংলা হান্ট ডেস্কঃ ৪র্থ দফার ভোটের (Lok Sabha Election 2024) শুরুতেও অশান্তির অভিযোগ। কোথাও তৃণমূল (Trinamool Congress) কর্মী খুন, কোথাও বিরোধী কর্মীদের মারধর। সোমবার চতুর্থ দফায় পশ্চিমবঙ্গের (West Bengal) আটটি কেন্দ্রে লোকসভা ভোট। ভোট চলছে বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বহরমপুর এবং আসানসোলে। আর এরই মাঝে সকাল থেকেই একাধিক অশান্তির অভিযোগ।

বাংলার ৫ জেলার ৮ লোকসভা কেন্দ্রে নির্বাচন ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। রয়েছে ১৪৮ টি কুইক রেসপন্স টিম। তবে কড়া নিরাপত্তাতেও অশান্তির ঘটনা ঘটেই চলেছে। এদিন সকালের বিজেপি এজেন্টকে মারধরের অভিযোগ উঠল নলহাটিতে। নলহাটিতেই বিজেপির পতাকা পুকুরে ফেলার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল।

রানিগঞ্জেও একই ঘটনা। বিজেপি কর্মীকে ‘মারধর’ করা হয়েছে বলে অভিযোগ। কৃষ্ণনগরে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ। সিউড়িতে ভাঙচুর চলল বিজেপির অস্থায়ী ক্যাম্পে। পূর্বস্থলীতে ভোট দেওয়া আটকাতে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।

ভোটগ্রহণ কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে ওঠে একাধিক এলাকা। পূর্ব বর্ধমানের কেতুগ্রামে তৃণমূল কর্মী খুনের ঘটনায় তোলপাড়। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে খুন হয়েছেন তৃণমূল কর্মী, এমনটাই দাবি পরিবারের। তদন্তে নেমে ইতিমধ্যেই দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

tmc bjp flag bjp tmc

আরও পড়ুন: কথাবার্তা চলছিল! হঠাৎই পকেট থেকে বন্দুক বের করে বিরাট কাণ্ড ঘটালেন শাহজাহান…

এদিকে ভোটের দিন বর্ধমান-দুর্গাপুরে বিজেপি বিধায়ককে ধাক্কা মারার অভিযোগ ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুইকে ধাক্কা দেওয়ার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূল। সেখানের ৮২ নম্বর বুথে বিজেপি এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। সবমিলিয়ে চতুর্থ দফা ভোটের দিনও সকাল থেকেই একাধিক জায়গায় উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর