তৃতীয় দফার নির্বাচনেও উত্তপ্ত বাংলা! কমিশনে জমা ৩৬০ টিরও বেশি অভিযোগ, শীর্ষে কোন দল?

বাংলা হান্ট ডেস্কঃ মঙ্গলবার পশ্চিমবঙ্গে তৃতীয় দফার লোকসভা নির্বাচন (Lok Sabha Election) ছিল। বহরমপুর, মুর্শিদাবাদ সহ পশ্চিমবঙ্গের মোট পাঁচটি কেন্দ্রে নির্বাচন ছিল এদিন। সকাল থেকেই নানান বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে আসছিল। কোথাও ভুয়ো এজেন্টের অভিযোগ উঠেছিল, কোথাও আবার হাতাহাতিতে জড়িয়েছিলেন তৃণমূল নেতা এবং বিজেপি প্রার্থী। এবার জানা গেল, বিকেল অবধি নির্বাচন কমিশনের (Election Commission of India) কাছে ৩৬১টি অভিযোগ জমা পড়েছে।

জানা যাচ্ছে, লোকসভা ভোটের তৃতীয় দফায় বিকেল অবধি চার কেন্দ্র মিলিয়ে কমিশনের (ECI) কাছে মোট ৩৬১টি অভিযোগ জমা পড়েছে। দলগতভাবে জমা পড়া অভিযোগের সংখ্যা হল ৩৬১টি। এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে সিপিএমের তরফ থেকে। মোট ১৫৩টি অভিযোগ জানিয়েছেন তাঁরা। অন্যদিকে কংগ্রেস, তৃণমূল এবং বিজেপির তরফ থেকে জানানো হয়েছে যথাক্রমে ২৫টি, ১৭টি এবং ১০টি নালিশ।

লোকসভা নির্বাচনের তৃতীয় দফায় রাজ্যের একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছিল। চাঁচলে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। চাঁচল বিধানসভার অধীন মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের ধুমসাডাঙী ২২১ নম্বর বুথে ঘটনাট ঘটেছে বলে অভিযোগ। যদিও সেই দাবি নস্যাৎ ওঁকরে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা।

আরও পড়ুনঃ SSC মামলায় বাতিল ২৬,০০০ চাকরি! ‘১০ লক্ষ চাকরি রেডি, BJP-CPM আটকে দিচ্ছে’, দাবি মমতার

অন্যদিকে মালদহ দক্ষিণের অধীন সুজাপুর নয়মৌজা জুনিয়র গার্লস হাই মাদ্রাসার একটি বুথে আবার তৃণমূলের ওপর হামলার অভিযোগ উঠে। সেই বুথ থেকে তৃণমূল কংগ্রেসের এজেন্ট সহ ৩ জন দলীয় কর্মীকে মারধর করা হয় বলে অভিযোগ। দাবি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে বাঁশ দিয়ে পেটানো হয়েছে তাঁদের। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর কানে আসতেই ঘটনাস্থলে উপস্থিত হন মালদহ দক্ষিণের জোড়াফুল প্রার্থী শাহনওয়াজ আলি রায়হান।

election commission ec

সব মিলিয়ে, লোকসভা ভোটের তৃতীয় দফায় রাজ্যের একাধিক জায়গা বেশ উত্তপ্ত হয়ে উঠেছিল। তবে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে ভোটগ্রহণ পর্ব। মাঝে পাঁচদিনের বিরতি। এরপর আগামী ১৩ মে রয়েছে চতুর্থ দফার নির্বাচন। সেদিন কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর এবং আসানসোলে ভোট রয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর