বিনা মেঘে বজ্রপাত! রাতারাতি ICDS কর্মীদের জন্য এল বিরাট নির্দেশ, তোলপাড় রাজ্য

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বিনা মেঘে বজ্রপাতের মতই বিনা নোটিশে আচমকাই এল বদলির নির্দেশ। এই ঘটনাকে কেন্দ্র করেই বেজায় ক্ষুব্ধ রাজ্যের (West Bengal) অঙ্গনওয়াড়ি কর্মীদের একাংশ। অভিযোগ আগে থেকে কিছু না জানিয়েই রাতারাতি বদলি করে দেওয়া হচ্ছে দক্ষিণ ২৪ পরগণার রায়দিঘি বিধানসভার মথুরাপুর ১ নম্বর ব্লকের ১৩ জন আইসিডিএস কর্মীদের।

রাতারাতি রাজ্যের (West Bengal) ICDS কর্মীদের জন্য বিরাট নির্দেশ

রাজ্যের (West Bengal) আইসিডিএস কর্মীদের অভিযোগ আগের দিন পর্যন্তও কিছু জানা যায়নি। তাই রাতারাতি সিডিপিওর অফিস থেকে বদলির এই মৌখিক নির্দেশ পেয়ে হতবাক সকলেই। অন্যদিকে এইভাবে না জানিয়ে মৌখিক বদলির নির্দেশে দেওয়ার পিছনে সরাসরি রাজ্যের (West Bengal) শাসক দলের নেতাদের ইন্ধন রয়েছে বলে অভিযোগ তুলেছেন তাঁরা।

ক্ষুব্ধ আইসিডিএস কর্মীদের দাবি আগের দিন পর্যন্তও তাঁদের এই বদলির বিষয়ে কিছুই জানানো হয়নি। রাতারাত সিডিপিওর অফিস থেকে বদলির মৌখিক নির্দেশ আসতেই হতবাক অঙ্গনওয়াড়ি কর্মীরা। জানা যাচ্ছে, মথুরাপুর এক নম্বর ব্লকের বিভিন্ন আইসিডিএস কেন্দ্র থেকে মোট ১৩ জন কর্মীকে বিনা নোটিশে মৌখিক বদলির নির্দেশ দেওয়া হয়েছে।

এখানেই শেষ নয় আইসিডিএস কর্মীদের অভিযোগ, এইভাবে আচমকা মৌখিক বদলিক নির্দেশ দেওয়ার কারণ কি? তা জানতে সিডিপিও কিংবা ভিডিওর  অফিসে গিয়েও কোন সুদুত্তর পাননি  তাঁরা।  শেষ পর্যন্ত কোনো উপায় না পেয়ে মঙ্গলবার বিকেলে বদলির নির্দেশ প্রত্যাহারের দাবিতে আইসিডিএস কর্মীদের সঙ্গ নিয়ে ডায়মন্ড হারবারের মহাকুমা শাসক অঞ্জন ঘোষের কাছে স্মারকলিপি জমা দিয়ে এসেছেন ‘ওয়েস্ট বেঙ্গল অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেলপার্স ইউনিয়নের’ সদস্যরা।

আরও পড়ুন : ট্রেন চালুর আগে ভেঙে পড়ল সেতু! মোদিকে খোঁচা দিয়ে পোস্তা ব্রিজের কথা মনে করালেন দেবাংশু

তবে আইসিডিএস কর্মীদের এই বদলির পিছনে শাসক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ করা হলেও সেই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে রায়দিঘির  তৃণমূল বিধায়ক অলোক জলদাতা বলেছেন, ‘বিষয়টি আমার জানা নেই। আমার কাছে কেউ অভিযোগ জানায়নি। তবে যাতে তারা সুবিচার পায় প্রশাসনের কাছে অনুরোধ জানাব।’

West Bengal

অন্যদিকে এই বিনা নোটিশে বদলির প্রসঙ্গে মুখ খুলেছেন সিডিপিও ময়ূখ মিত্র। অভিযোগ অস্বীকার করে তিনি জানিয়েছেন, সরকারি নির্দেশ মেনে লিখিত অর্ডার পাঠিয়ে বদলি করা হয়েছে। বিষয়টি  খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়েছেন দক্ষিণ ২৪ পরগনার জেলা শাসক সুমিত গুপ্তা।

Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর

X