‘প্রতিবাদ করলেই প্রতিহিংসা’! ‘এই’ ৪ সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে থানায় মেডিক্যাল কাউন্সিল! তোলপাড়

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে (RG Kar Hospital) ধর্ষণ খুনের ঘটনার পর প্রতিবাদে ফুঁসে উঠেছিল চিকিৎসকদের একটি বৃহৎ অংশ। কর্মবিরতির পথে হেঁটেছিলেন জুনিয়র চিকিৎসকরা। পথে নেমে প্রতিবাদ করেছিলেন সিনিয়ররাও। এবার এমনই ৪ জন সিনিয়র ডাক্তারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। ইতিমধ্যেই তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

সুবর্ণ গোস্বামী সহ ৪ চিকিৎসকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের (West Bengal Medical Council)!

জানা যাচ্ছে, সরকারি কাজকর্মে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে চিকিৎসক সুবর্ণ গোস্বামী (Dr Subarna Goswami) সহ ৪ জনের বিরুদ্ধে। ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, সুবর্ণবাবু ছাড়া বাকি ৩ জন সিনিয়র চিকিৎসকের নাম মানস গুমটা, রঞ্জন ভট্টাচার্য এবং উৎপল বন্দ্যোপাধ্যায়।

ঘটনাচক্রে এই ৪ সিনিয়র চিকিৎসককেই আরজি কর আন্দোলনে (RG Kar Protest) দেখা গিয়েছিল। স্বাভাবিকভাবেই তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হওয়ার খবর সামনে আসতেই সরব হয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম। প্রতিহিংসার অভিযোগে সরব হয়েছেন তারা।

আরও পড়ুনঃ আরজি কর ধর্ষণ খুনের নেপথ্যে এক বোতল বিয়ার? রায়ে যা বলা হয়েছে… ফাঁস হতেই তোলপাড়!

এই বিষয়ে চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ‘প্রতিবাদ করলেই প্রতিহিংসা, এই সরকারের অন্যতম হাতিয়ার হয়ে উঠেছে। আইনি পথেই এর মোকাবিলা করব’। এদিকে জানা যাচ্ছে, সাম্প্রতিক অতীতে নানান দাবিতে রাজ্য মেডিক্যাল কাউন্সিলের (West Bengal Medical Council) সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে ডক্টরস ফ্রন্ট। নেতৃত্বে দেখা গিয়েছে, চিকিৎসক সুবর্ণ গোস্বামী, মানস গুমটা সহ ৪ চিকিৎসককে।

West Bengal Medical Council

এবার ওই ঘটনার প্রেক্ষিতে ওই ৪ সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া সহ বেশ কিছু অভিযোগ আনা হয়েছে। থানায় দায়ের করা হয়েছে অভিযোগ। এই নিয়ে জোর শোরগোল শুরু হয়েছে চিকিৎসক মহলে।

উল্লেখ্য, কয়েকদিন আগে আরজি কর আন্দোলনের অন্যতম মুখ তথা জুনিয়র চিকিৎসক আসফাকুল্লা নাইয়াকে শোকজ করেছিল রাজ্য মেডিক্যাল কাউন্সিল (West Bengal Medical Council)। তাঁর কাকদ্বীপের বাড়িতে তল্লাশি চালানোর অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট অবধি। এরপর সম্প্রতি আরেক জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দের সম্পর্কে বেশ কিছু তথ্য জানতে চেয়ে আরজি করের অধ্যক্ষকে চিঠি দেয় মেডিক্যাল কাউন্সিল। তার রেশ কাটতে না কাটতেই এবার জানা গেল, তাদের স্ক্যানারে রয়েছেন ৪ সিনিয়র চিকিৎসক। তাঁদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর