দোলের মুখে খুশির খবর! বাড়ল মজুরি, বিরাট তথ্য দিলেন রাজ্যের মন্ত্রী

বাংলা হান্ট ডেস্কঃ বিধানসভায় মঙ্গলবার শ্রম বাজেট পেশ করে শ্রমমন্ত্রী মলয় ঘটক (Moloy Ghatak) এক বিরাট দাবি করলেন। রাজ্য (West Bengal) সরকারের ভূয়সী প্রশংসা করে তিনি  জানিয়েছেন এই সরকার কতটা শ্রমিক দরদী। একইসাথে সিপিএমকে একহাত নিয়ে তাঁর অভিযোগ শ্রমিকের স্বার্থকে খর্ব করে শ্রমিক দরদী পার্টি সাজার ভান করেছিল সিপিএম। বাম জামানায় শ্রম দপ্তরকে নিষ্ক্রিয় রেখে শ্রমিকদের আর্থিক দিক থেকে পঙ্গু করে রাখারও দাবি করেছেন তিনি।

রাজ্যের (West Bengal) শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির তথ্য দিলেন শ্রমমন্ত্রী

শ্রমমন্ত্রীর দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) শ্রমদিবস বাড়িয়ে, শ্রমিকদের দৈনিক মজুরি বৃদ্ধির উদ্যোগ নিয়ে তাঁদের জীবনযাত্রার মান উন্নয়ন  করেছেন। একইসাথে কেন্দ্রীয় সরকারকে একহাত নিয়ে তিনি বলেছেন কেন্দ্র নাকি শ্রমকোড চালু করে শ্রমিকদের স্বার্থ জলাঞ্জলি দিতে চাইছে। বাংলার মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের অপচেষ্টাকেও ব্যর্থ করে দিয়েছেন। শ্রমমন্ত্রী এদিন জানিয়েছেন শুধুমাত্র শ্রমিকদের কথা ভেবেই কেন্দ্রের নীতিকে ‘মানবেন না’ বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

বিধানসভায় এদিন শ্রম বাজেট পেশ করে এভাবেই তৃণমূল সরকারকে ‘শ্রমিক দরদী’ বলে দাবি করলেন শ্রমমন্ত্রী। একইসাথে তিনি জানালেন ২০১১ সালে  রাজনৈতিক পালাবদলের পর রাজ্যের (West Bengal) শ্রমিকদের ধাপে ধাপে উন্নতি হয়েছে। মন্ত্রীর কথায়, ‘বাম আমলে শ্রমিক প্রেম কতটা ছিল, আর মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের জন্য কী করেছেন, তার শতাংশের হার দেখলেই সব পরিষ্কার হয়ে যাবে।’

বিধানসভায় এদিন মোট ১২৩৯.২২১৮ কোটি টাকার বাজেট পেশ করে শ্রমমন্ত্রী মোট তিনটি ক্ষেত্রের পরিসংখ্যান দেখতে বলেছেন। তাঁর কথায় সামাজিক সুরক্ষা যোজনা, সুবিধাভোগী আর আর্থিক সুবিধার মতো মাত্র তিনটি পরিসংখ্যান দেখলে জানা যাবে ন্যূনতম সাড়ে ৫০০ শতাংশ থেকে শুরু করে একেকটি খাতে মোট ২৮ হাজার শতাংশ মজুরি বেড়েছে।

আরও পড়ুন: সুজয়কৃষ্ণকে তুলে দিয়েছিলেন আড়াই কোটি টাকা! নিয়োগ মামলায় সামনে ‘বড়’ নাম, বিস্ফোরক CBI

মুখ্যমন্ত্রীর ঢালাও প্রশংসা করে শ্রমমন্ত্রী এদিন বললেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ক্ষমতায় আসতেই সবকিছু সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছে।’ একইসাথে দক্ষতা অনুযায়ী  শ্রমিকের কাজ ও তার জন্য তাঁদের বেতন ভাগ করে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মন্ত্রীর  দেওয়া সরকারি তথ্য অনুযায়ী, ২০০২ সালে শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা ছিল, যা ২০১০ সালে বেড়ে  ১৫৭ টাকা হয়। আর তৃণমূল আমলে সেই বেতন হয়েছে হল ৪৮৫ টাকা। এখন শ্রমিকপিছু খরচ হয় মোট ৭২০ টাকা। মন্ত্রীর সংযোজন, ‘শ্রমিক অসন্তোষও নেই, মালিকও খুশি।’

মূলত চা বাগান আর চটকল শ্রমিকদের স্বার্থে রাজ্য (West Bengal) সরকার কী কী করেছে সেই তথ্য এদিন তুলে ধরেন মন্ত্রী। জানা যাচ্ছে রাজ্যের চা বাগানগুলিতে ২০১১ সালে শ্রমিকরা নগদ মজুরি পেতেন ৬৭ টাকা। যা এখন বেড়ে হয়েছে ২৫০ টাকা। এরপরেই অন্যান্য রাজ্যের চা শ্রমিকদের মজুরির কথাও জানিয়েছেন শ্রমমন্ত্রী।

CM 1

মন্ত্রী মলয় ঘটকের কথায়, ‘মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শ্রমিকদের ৩৫ কিলো চাল দেন শ্রমিকদের পরিবার পিছু। আর অসমে এই চাল দেওয়া হয় ২০ কেজি। আর সেটা ৯ টাকা কিলো দরে তাঁদের কিনতে হয়।  মুখ্যমন্ত্রী বিনামূল্যে সেটা দিচ্ছেন। সঙ্গে রয়েছে ক্রেশ হাউস, হেল্থ সেন্টার। বিজেপির সরকারের সঙ্গে এটাই তফাত।’

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর