গরু প্রতি ৩ হাজার টাকা, কোচবিহারে রাজ্যের শিক্ষামন্ত্রীর নামেই চলছে দেদার তোলাবাজি

বাংলা হান্ট ডেস্কঃ শাসক দলের বিরুদ্ধে এর আগেও একাধিক সময় ‘তোলা’ চাওয়ার অভিযোগ তুলেছে বিরোধী দলগুলি। আর এবার গরুরও রাজনৈতিক এই তোলার হাত থেকে রেহাই পেল না। প্রতিটি গরুর পেছনে প্রায় 3 হাজার টাকা করে তোলা চাওয়ার অভিযোগ উঠেছে, তাও আবার রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর নাম ভাঙিয়ে এই টাকা চাওয়া হয় বলে অভিযোগ। শুধুমাত্র তাই নয়, এই ঘটনায় পুলিশেরও জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছে বিরোধী দল।

সূত্রের খবর, এ’সকল গরুগুলির অধিকাংশই অন্যান্য রাজ্য থেকে বাংলায় আসত এবং তারপরেই শুরু হতে নোংরা খেলা। তবে তাদের বিরুদ্ধে এই অভিযোগ উঠলেও তা স্বীকার করতে চায়নি শাসক দল তৃণমূল। এলাকাবাসীরা জানিয়েছে, কোচবিহারের মেখলিগঞ্জের গরুর হাটে অন্যান্য রাজ্য থেকে বাংলায় গরু আনা হতো এবং সেখানে তাদের বিক্রি করতো কিছু শ্রেণীর মানুষ। জানা যাচ্ছে, গরুর হাট থেকেই অন্ধকারের সুযোগ নিয়ে সেই সকল প্রাণীদের বাংলাদেশে পাচার করা হতো। উল্লেখযোগ্যভাবে গরু পাচারের এই ঘটনায় পুলিশের পাশাপাশি যুক্ত হয়েছে মন্ত্রী পরেশ অধিকারীর নামও।

এলাকাবাসীর অভিযোগ, মন্ত্রীর নাম করে প্রত্যেকটি গরুর পেছনে প্রায় 3 হাজার টাকা করে তোলা চাওয়া হতো। গোটা বিষয়টি সামনে আসার পরে এলাকার বিজেপি সভাপতি পুলিশের কাছে এ বিষয়ে অভিযোগ করেন। ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পর প্রশাসন দুজনকে গ্রেপ্তার করলেও পরবর্তীকালে আদালত দুজনকেই ছেড়ে দেয়।

এরপর এলাকার পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। একাধিক জায়গায় আন্দোলন থেকে শুরু করে পুলিশ থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে বিজেপির কর্মীরা। এ বিষয়ে জেলা বিজেপি সাধারণ সম্পাদক জানান, “বর্তমানে পুলিশ রাজ্য সরকারের নির্দেশে চলছে। ঘটনায় অভিযুক্তদের শাস্তি না দিয়ে পুলিশ উল্টে অভিযোগকারীকেই গ্রেফতার করে। এই ঘটনাকে আমরা ধিক্কার জানাই।”

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর