সরকারি দফতরে ছেলে, ভাই, বোন, জায়ের পাকা চাকরি! মমতার মন্ত্রীর বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগ

বাংলা হান্ট ডেস্ক : ফের দুর্নীতির অভিযোগ। এবার সরকারি চাকরির নিয়োগে স্বজনপোষণের অভিযোগ প্রকাশ্যে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের আরও এক মন্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ উঠল পশ্চিমাঞ্চল উন্নয়ন মন্ত্রী সন্ধ্যারানি টুডুর (Sandhya Rani Tudu) বিরুদ্ধে অভিযোগ, তাঁর আদেশেই তাঁর ছেলে, ভাই, বোন, জা-সহ পরিবারের একাধিক সদস্যকে। সবাই এখন বর্তমানে পশ্চিমাঞ্চল উন্নয়ন দফতরে কর্মরত।

অভিযোগ সন্ধ্যারানি টুডু মন্ত্রী হয়েই নিজের ছেলে দুর্গাপ্রসাদ টুডু, ভাই কৈলাসপ্রসাদ টুডু, বোন বেলারানি হাঁসদা ও জা সরলা টুডুকে অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করার সুপারিশ করেন। প্রসঙ্গত, প্রত্যেক মন্ত্রী প্রতি বছর ৩ জন করে অ্যাটেন্ডেন্ট নিয়োগ করতে পারেন। এরা পরে সরকারি গ্রুপ – ডি পদে স্থায়ী চাকরিও পেয়ে যান। পদোন্নতির ফলে এরা যুগ্মসচিব পদ পর্যন্তও পৌঁছতে পারেন।

মন্ত্রী হওয়ার৷ পর বাড়িতে বসেই সব চাকরি ভাগ করে দেন নিজের পরিবারের লোকজনদের মধ্যেই। সন্ধ্যারানি টুডুর বিরুদ্ধে তৃণমূলের অন্দরেই ক্ষোভ তৈরি হয়েছে দলের ভিতরেই। তৃণমূলের অপর এক মন্ত্রী বলেন, ‘নিজের দলের কর্মীদের প্রতি বঞ্চনা করে এরকমভাবে বাড়ির সদস্যদেরই অ্যাটেন্ডেন্ট পদ ভাগাভাগি করে দিতে এর আগে দেখিনি।’

sandhya rani

 

এই প্রসঙ্গে, সন্ধ্যারানির প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তাঁর স্বামী, তৃণমূল নেতা গুরুপদ টুডু বলেন, ব্যাপারটা জানা নেই খতিয়ে দেখে বলব। যদিও ছেলের সুপারিশপত্রে সই রয়েছে গুরুপদ টুডুর। আর সেই সমস্ত নিয়োগপত্রে সই রয়েছে সন্ধ্যারানি টুডুর।

এই বিষয়ে জেলা কংগ্রেস জেলা সভাপতি নেপাল মাহাতো বলেছেন, ‘যা হয়েছে এতে নতুন কিছু নেই। মন্ত্রী দলের কারও কথা ভাবেন না সেটাই লক্ষ্যণীয়।’ জেলা বিজেপি সভাপতি বিবেক রাঙ্গা বলেছেন, ‘সীমাহীন দুর্নীতির প্রতিবাদে পুরুলিয়া জেলায় পদযাত্রা করছি আমরা। একে একে মানুষের সামনে তুলে ধরা হচ্ছে শাসক দলের দুর্নীতির বিষয়গুলি। এই সরকারের সব থেকে বড় দুর্নীতিগুলির মধ্যে অন্যতম হল চাকরি দুর্নীতি। সন্ধ্যারানী টুডু একের পর এক চাকরি দিয়েছেন। সব ঠিক করে দিয়েছেন তাঁর স্বামী গুরুপদ টুডু।’


Sudipto

সম্পর্কিত খবর