বাংলা হান্ট ডেস্ক: গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পরেই পাকিস্তানের সাথে সম্পর্ক প্রভাবিত হয়েছে ভারতের। শুধু তাই নয়,এই উত্তেজক পরিস্থিতির মধ্যেই পড়শি দেশের বিরুদ্ধে একের পর এক বড় পদক্ষেপ গ্রহণ করেছে ভারত। ঠিক এই আবহেই যুদ্ধের মত পরিস্থিতিতে নিরাপত্তা এবং উদ্ধারের প্রস্তুতির পরীক্ষাও ভারত শুরু করতে চলেছে। এই লক্ষ্যেই আগামী ৭ মে অর্থাৎ বুধবার সমগ্র দেশজুড়ে সম্পন্ন হতে চলেছে মক ড্রিল (Mock Drill)।
৭ মে দেশজুড়ে সম্পন্ন হবে মক ড্রিল (Mock Drill):
যেখানে, দেশের সীমান্তবর্তী রাজ্যগুলির ২৪৪ টি জেলায় মক ড্রিল করার নির্দেশ জারি করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, ভারতে সর্বশেষ মক ড্রিল (Mock Drill) সম্পন্ন হয় ১৯৭১ সালের যুদ্ধের সময়ে। ওই সময় ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ সম্পন্ন হয়। তারপরে ফের ২০২৫ সালে পাকিস্তানের সাথে যুদ্ধের আবহেই শুরু হতে চলেছে এই মহড়া। এদিকে, এই মক ড্রিল ৩ টি ভাগে বিভক্ত রয়েছে। যার প্রথমটি হল ক্যাটাগরি ১, দ্বিতীয়টি ক্যাটাগরি ২ এবং তৃতীয়টি হল ক্যাটাগরি ৩। অরুণাচল প্রদেশ থেকে শুরু করে অসম বিহার, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন রাজ্যে এই মক ড্রিল সম্পন্ন হবে। এমতাবস্থায় চলুন জেনে নিই পশ্চিমবঙ্গের কোথায় কোথায় হবে এই মহড়া:
পশ্চিমবঙ্গের এই স্থানগুলিতে হবে মক ড্রিল:
ক্যাটাগরি ২-এর মক ড্রিল
১. কোচবিহার
২. দার্জিলিং
৩. জলপাইগুড়ি
৪. মালদা
৫. শিলিগুড়ি
৬. গ্রেটার কলকাতা
৭. দুর্গাপুর
৮. হলদিয়া
৯. হাশিমারা
১০. খড়গপুর
১১. বার্নপুর-আসানসোল
১৩. ফারাক্কা-খেজুরিয়াঘাট
১৪. চিত্তরঞ্জন
১৫. বালুরঘাট
১৬. আলিপুরদুয়ার
১৭. রায়গঞ্জ
১৮. ইসলামপুর
১৯. দিনহাটা
২০. মেখলিগঞ্জ
২১. মাথাভাঙ্গা
২২. কালিম্পং
২৩. জলঢাকা
২৪. কার্শিয়াং
২৫. কোলাঘাট
ক্যাটাগরি ৩-এর মক ড্রিল:
১. বর্ধমান
২. বীরভূম
৩. পূর্ব মেদিনীপুর
৪. পশ্চিম মেদিনীপুর
৪. হাওড়া
৫. হুগলি
৬. মুর্শিদাবাদ
আরও পড়ুন: ইংল্যান্ড সফরের জন্য কবে রওনা হবে টিম ইন্ডিয়া? সামনে এল দিনক্ষণ, প্রস্তুতি শুরু করল BCCI
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই মক ড্রিলে (Mock Drill) জেলা প্রশাসনের পাশাপাশি NDRF, SDRF, এবং সিভিল ডিফেন্স টিমের সদস্যরা এই মহড়ায় অংশ নেবেন। এর পাশাপাশি হাসপাতালের স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে পুলিশ প্রশাসনের টিমও অংশগ্রহণ করবেন এই মক ড্রিলে। এর পাশাপাশি, জেলাশাসক, সিভিল ডিফেন্সের কর্মী, পুলিশ, হোমগার্ড, স্কুল-কলেজের পড়ুয়া, নেহেরু যুব কেন্দ্র সংগঠন, NCC, NSS জনওরাও এই মক ড্রিলে অংশগ্রহণ করবেন।
আরও পড়ুন: বাংলাদেশে বিচারের নামে প্রহসন! এবার জেলবন্দি অবস্থায় হত্যার মামলায় “গ্রেফতার” চিন্ময় প্রভু
মক ড্রিলে নিম্নলিখিত ব্যবস্থার মহড়া হবে। যেমন-
১. বিমান হামলার সতর্কীকরণ সাইরেন পরিচালনা।
২. শত্রুর আক্রমণের ক্ষেত্রে নিজেদের রক্ষা করার জন্য অসামরিক নাগরিক কিংবা পড়ুয়া সহ অন্যান্যদের অসামরিক প্রতিরক্ষার দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া।
৩. ক্র্যাশ ব্ল্যাক আউট ব্যবস্থার বিধান।
৪. গুরুত্বপূর্ণ স্থাপত্য বা অংশে নিরাপদ সময়ের মধ্যে লুকনোর ব্যবস্থা।
৫. স্থানান্তরের পরিকল্পনা আপডেট এবং এই সংক্রান্ত মহড়া করা।
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: