কলকাতাঃ গত ১২ ফেব্রুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগরে পুরসভার নির্বাচন সম্পন্ন হয়েছে। বিক্ষিপ্ত অশান্তি হলেও মোটের উপর শান্তিতেই হয়েছে নির্বাচন। ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণের পর ১৪ ফেব্রুয়ারি সোমবার ছিল এই চার পুরসভার ভোট গণনার দিন। আর গণনার দিন সকাল থেকেই প্রত্যাশিত ভাবে চালকের আসনে তৃণমূল কংগ্রেস।
রাম-বাম সবাইকে উড়িয়ে দিয়ে চারে চার পুরসভা দখল করল ঘাসফুল শিবির। কিছুদিন আগে বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত এবারও জয়ী হয়েছেন। এবং জয়ী হওয়ার পর তিনি সস্ত্রীক মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নেওয়ার জন্যও গিয়েছেন বলে জানা গিয়েছে।
পাশাপাশি, আসানসোল পুরনিগমের ১০৪টি আসনের মধ্যে ৮৯টি আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছে ৭টি আসন। বামেদের পিছনে ফেলে কংগ্রেস ৩টি আসন দখল করেছে। সিপিএম পেয়েছে ২টি আসন। বামেদের থেকে একটি আসন বেশি পেয়েছে নির্দল। নির্দলীয় প্রার্থীদের ঝুলিতে গিয়েছে ৩টি আসন।
শিলিগুড়ি পুরসভায় ৩৭টি আসন জিতেছে শাসক দল তৃণমূল কংগ্রেস। বিজেপির ঝুলিতে গিয়েছে ৫টি আসন। বামেরা ৪টি ও ১টি আসন পেয়েছে কংগ্রেস। বিধাননগরের ৪১টি আসনের মধ্যে ৩৯টি পেয়েছে তৃণমূল। কংগ্রেস ও নির্দল একটি করে আসন পেয়েছে সেখানে।