সবুজ ঝড়ে বিলীন গেরুয়া, একটি পুরসভা দখল করে লড়াইয়ে টিকে থাকল বামেরা

বাংলাহান্ট ডেস্ক : উত্তর থেকে দক্ষিণ রাজ্য জুড়ে শুধুই সবুজ ঝড়! রাজ্যের ১০৮ টি পুরসভার মধ্যে ১০৩ টিই তৃণমূলের দখলে। রবিবার রাজ্যের ১০৭ টি পুরসভায় অনুষ্ঠিত হয় ভোট। ভোটের আগেই দিনহাটা পুরসভা দখল করেছিল তৃণমূল। ফলে ভোট হয়নি সেখানে। পুরসভা ভোটের দিনই দফায় দফায় অভিযোগ সামনে আসতে থাকে শাসকদলের বিরুদ্ধে। প্রায় প্রতিটি পুরসভাতেই ওঠে ছাপ্পা এবং বুথ দখলের অভিযোগ। আজই ফলপ্রকাশ পুরভোটের। ফলও মিলল হাতে নাতেই। রাজ্যের ১০৮ টি পুরসভার মধ্যে ১০৩ টি দখল করেছে শাসকদল। বামফ্রন্ট পেয়েছে ১টি পুরসভা,দার্জিলিং গেছে হামরো পার্টির দখলে, ত্রিশঙ্কু পেয়েছে ৩ টি পুরসভা। কার্যতই বিজেপি এবং কংগ্রেসের হাতে হ্যারিকেন পুরভোটে। খাতা খোলেনি দু দলেরই।

শহর কলকাতা এবং সংলগ্ন পুরসভাগুলির সবকটিতেই জয়ী হয়েছে তৃণমূল। ব্যারাকপুর, নৈহাটি,হালিশহর,ভাটপাড়া,কাঁচড়াপাড়া,প্রভৃতি পুরসভা বিরোধী শূন্য। সবকটি ওয়ার্ডেই জয়ী তৃণমূল। সবুজ ঝড় কামারহাটি, টাকি, বাদুড়িয়ার মতন পুরসভাতেও। জয়ী হয়েছেন মদন মিত্রের পুত্রবধূ মেঘনা মিত্র। উত্তর দিনাজপুরে ঘাসফুলে ঢাকা পড়েছে পদ্ম। ইসলামপুর, ডালখোলা, কালিয়াগঞ্জও তৃণমূলের দখলে। তমলুক, কাঁথি, খড়্গপুরে উড়ছে সবুজ পতাকা। রাজ্যে আকাল কাটিয়ে তাহেরপুর পুরসভা দখল করেছে বামেরা। ওই পুরসভার ১৩টি ওয়ার্ডের মধ্যে ৮টি পেয়েছে বামেরা, বাকি ৫টি তৃণমূলের দখলে।

মতুয়ারাও ভরসা রাখেনি বিজেপিতে। মতুয়া গড়েও বাতাসে সবুজ আবির। বনগাঁর ২২টি ওয়ার্ডের ১৯টিই তৃণমূলের কব্জায়। ১টি ওয়ার্ডে মাত্র জিতেছে বিজেপি, একটি একটি করে পুরসভায় জয়ী কংগ্রেস এবং নির্দল।এই পুরভোটে দার্জিলিং দখল করেছে নতুন হামরো পার্টি। দার্জিলিং এর ৩০ টি ওয়ার্ডের ১৮টি পেয়েছে হামরো পার্টি, ২টি তৃণমূল, ৭টি ভারতীয় প্রজাতান্ত্রিক গোর্খা মোর্চা এবং ৩টি গোর্খা জনমুক্তি মোর্চা।

রাজ্যে সবুজ ঝড় হলেও তাকে খুব একটা ভালো চোখে মেনে নিচ্ছে না বিরোধী শিবির। আবারও অভিযোগ উঠে আসছে সন্ত্রাসের। বিরোধী শিবিরের দাবি, যথেচ্ছ ছাপ্পা ভোট দিয়েই এভাবে জয় লাভ করেছে তৃণমূল। কেউ কেউ আবার কটাক্ষ করে এও বলছেন, ‘তৃণমূল এভাবে না জিতলে ছাপ্পা ভোটের উপর থেকেই ভরসা উঠে যেত মানুষের’। যদিও এসবে পাত্তা দিতে রাজি নয় শাসকদল। তবে এবার কাদের চেয়ারম্যান ঘোষণা করে দল সেটাই দেখার।

Katha Bhattacharyya

সম্পর্কিত খবর