বাংলাহান্ট ডেস্কঃ করোনা আবহে কঠিন সময় চলছে রাজ্যগুলির। কোষাগার প্রায় শূন্য, এই পরিস্থিতিতে কর্মচারীদের বেতন দিতেই হিমসিম খাচ্ছে সরকারগুলি। এই কঠিন সময়েও নিয়োগ করবে মমতা বন্দ্যোপাধ্যায়ের (mamata Banerjee) সরকার। ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপাল সার্ভিস কমিশন সার্জেন্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সার্ভিস কমিশন সার্জেন্ট পদে নিয়োগের জন্য আবেদনের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ অগস্ট ২০২০। এই পদে শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক। শূন্যপদ ১৫। বয়স সীমা নির্ধারণ করা হয়েছে ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৯ বছর। শারীরিক মাপ- পুরুষ- উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৭ হতে হবে। ছাতি-৩৪ ইঞ্চি। সব ক্ষেত্রেই সংরক্ষিতদের জন্য ছাড় রয়েছে। নিয়োগ হবে কলকাতা কর্পোরেশনের অধীনে। বিস্তারিত তথ্য জানতে www.mscwb. org ওয়েবসাইটে যান।
পাশাপাশি, গ্রুপ বি, সি ও ডি প্রার্থীদের নিয়োগ হবে। অর্থদপ্তর জানিয়েছে জরুরি ভিত্তিতে হবে এই নিয়োগ। স্পেশাল রিক্রুটমেন্ট ড্রাইভের মাধ্যমে নিয়োগ হবে রাজ্যে। কোন দপ্তরে কত নিয়োগ তা এখনো জানা না গেলেও পদ ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হবে বলে জানা গিয়েছে।
সবচেয়ে বেশী নিয়োগ হতে চলেছে গ্রুপ সি তে৷ শূন্যপদের সংখ্যা ১৩ হাজার ৭২৩ জন৷ বি গ্রুপে নিয়োগ হবে ৯ হাজার ১২৭ জনের। গ্রুপ ডি তে নিয়োগ হতে চলেছে ৬ হাজার ৭৮০ জনের।
পাশাপাশি জানিয়ে রাখি, ২০১৩ থেকে রাজ্যে গ্রুপ সি ও ডি নিয়োগ করত স্টাফ সার্ভিস কমিশন। পরে তা ভেঙে দিয়ে পাবলিক সার্ভিস কমিশন গঠন হয়।
২০১৭ সালে অর্থ দপ্তর জানিয়েছে, এই দ্বায়িত্ব পেয়েছে পাবলিক সার্ভিস কমিশন।