বাংলাকে গুরুত্ব দিচ্ছে না সিপিএম? পলিটব্যুরোর বিবৃতিতে নাম নেই বঙ্গের, তুমুল শোরগোল!

বাংলা হান্ট ডেস্কঃ উনিশের মতো চব্বিশেও পশ্চিমবঙ্গে খাতা খুলতে পারেনি সিপিএম। কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেও কোনও সুরাহা করতে পারেনি বাম। এমতাবস্থায় ভোটের ফলাফল ঘোষণার সপ্তাহখানেকের  মাথায় রবিবার CPM পলিটব্যুরো প্রথমে বৈঠকে বসে। সেই বৈঠকের প্রেস বিবৃতি প্রকাশ করা হয়েছে সোমবার। আর তা দেখেই অবাক হয়ে গিয়েছেন অনেকে। কারণ সেই বিবৃতিতে বাংলার কোনও নামই নেই!

গতকাল নয়াদিল্লির একে গোপালন ভবন প্রেস বিবৃতি প্রকাশ করেছে। সেখানে সদ্য সমাপ্ত লোকসভা ভোট এবং সেই ভোটের ফলাফল (Lok Sabha Election Result 2024) সম্বন্ধে তাদের বক্তব্য প্রকাশ করা হয়েছে। সেই বিবৃতির ‘মূল’ কথা, ২০১৪ এবং ২০১৯ সালে BJP-র যেভাবে তরতর করে এগোচ্ছিল সেটা এবার কমেছে। INDIA জোটের ফলাফল নিয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করা হয়েছে। এরপর দ্বিতীয় অংশে বামেদের ফলাফল নিয়ে আলোচনা করা হয়েছে।

   

আরও পড়ুনঃ পার্ক স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন, বন্ধ ক্যামাক স্ট্রিটের রাস্তা

দ্বিতীয়াংশে লেখা হয়েছে, অল্প হলেও বাম দলগুলি লোকসভায় (Lok Sabha) নিজেদের উপস্থিতি বাড়াতে সক্ষম হয়েছে। এবারের লোকসভায় বামেদের মোট ৮ জন সাংসদ থাকবেন। এর মধ্যে ৪ জন সিপিএম, দু’জন সিপিআই এবং সমসংখ্যক সাংসদ রয়েছে সিপিআই (এমএল)এর। এরপরেই লেখা হয়েছে, দলের ফলাফলে পলিটব্যুরো হতাশ। আলাদা করে উল্লেখ করা হয়েছে কেরলের নাম। অথচ যে রাজ্যে খাতাই খুলতে পারেনি, সেই বাংলার (West Bengal) নাম একবারও কিন্তু বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

এবার পশ্চিমবঙ্গের নাম উল্লেখ না করা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে চর্চা। তাহলে বাংলার পারফরম্যান্স নিয়ে ‘হতাশ’ নয় CPM পলিটব্যুরো? তারা কি এমন ফলাফলই প্রত্যাশা করছিল? এই প্রসঙ্গে পলিটব্যুরোর সদস্য নীলোৎপল বসু বলেন, কেরলের তুলনায় পশ্চিমবঙ্গের পরিস্থিতি অনেকটাই প্রতিকূল। এই কঠিন পরিস্থিতিতে বাংলার লড়াইকে আমরা পলিটব্যুরোর বৈঠকে অভিনন্দিত করেছি।

CPM flags

অন্যদিকে যদিও ভিন্ন সুর শোনা যাচ্ছে রাজ্য CPM-এর এক নেতার কণ্ঠে। তিনি বলেন, ‘পলিটব্যুরোর বিবৃতিতে বাংলার উল্লেখ না থাকাটা গুরুত্ব হারানোর লক্ষণ’। উল্লেখ্য, বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে পলিটব্যুরোতে ৩ জন সদস্য রয়েছেন। তাঁরা হলেন, মহম্মদ সেলিম, সূর্যকান্ত মিশ্র এবং রামচন্দ্র ডোম। বয়সবিধির কারণে আগামী বছরই বাদ পড়ার কথা রয়েছে সূর্যকান্তের। রাজ্য CPM-এর উক্ত নেতার আশঙ্কা, সূর্যকান্তের পরিবর্তে কাউকে না-ও নেওয়া হতে পারে।

CPM-এর আর এক নেতা আবার এই প্রসঙ্গে বলেন, ‘সার্বিক প্রেক্ষাপটে যদি বাংলার ফলাফলকে দেখতে হতো, তাহলে রাজ্যে TMC-র বিরুদ্ধে BJP-র হারকে চিহ্নিত করতে হতো। এর ফলে পরোক্ষভাবে TMC-র প্রশংসা হয়ে যেত। যা কিনা রাজ্য পার্টির জন্য আরও বেশি বিড়ম্বনার হতো’।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর